আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮২৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮২৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উপর যখনই কোন সমস্যা ও সঙ্কট এসেছে, তখন জিবরাঈল (আ) আমার সামনে এসেছেন এবং বলেছেনঃ হে মুহাম্মদ! আপনি বলুনঃ
تَوَكَّلْتُ عَلَى الحَيِّ الَّذِي لاَ يَمُوتُ وَالحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي المُلْكِ، وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا
"আমি ঐ চিরঞ্জীব সত্তার উপর ভরসা করলাম, যিনি কখনও মৃত্যুবরণ করবেন না। সকল প্রশংসা আল্লাহর, যিনি নিজের জন্য কোন সন্তান সাব্যস্ত করেননি এবং তাঁর রাজত্বে কোন অংশীদার নেই, তাঁকে দুর্দশা থেকে রক্ষা করার জন্য কোন সাহায্যকারী প্রয়োজন নেই। সুতরাং তুমি পূর্ণরূপে তাঁর মাহাত্ম্য বর্ণনা কর।"
(হাদীসটি তাবারানী ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট।
ইস্পাহানী ইবরাহীম ইবনুল আশআস থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ আমি ফুযায়ল (র)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে এক ব্যক্তিকে শত্রুরা বন্দী করে নিয়েছিল। লোকটির পিতা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনতে চাইল। কিন্তু শত্রুগণ প্রচুর সম্পদ ব্যতীত তাকে ছাড়তে রাযী হল না। অথচ তার এই পরিমাণ সম্পদ দেয়ার সাধ্য ছিল না। অবশেষে পিতা এসে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট অভিযোগ করল। তিনি বললেনঃ তুমি তোমার ছেলের নিকট একথা লিখে পাঠাও, সে যেন এই দু'আটি অধিক পরিমাণে পাঠ করঃ
تَوَكَّلْت عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا إِلَى آخِرِهَا
"আমি চিরঞ্জীব সত্তার উপর ভরসা করলাম, যিনি কখনও মৃত্যুবরণ করবেন না। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিজের জন্য কোন সন্তান সাব্যস্ত করেননি (দু'আর শেষ পর্যন্ত)। বর্ণনাকারী বলেনঃ লোকটি তার ছেলের নিকট এ দু'আটি লিখে পাঠাল। সে এই দু'আ পাঠ করতে লাগল। এক সময় শত্রু তার থেকে গাফিল হয়ে গেল এবং সে চল্লিশটি উট নিয়ে তার পিতার নিকট ফিরে আসল।
(হাফিয বলেন:) হাদীসটি মু'দাল আর এ হাদীসটি "লা-হাওলা ওয়ালা কুওয়াতা" অনুচ্ছেদে ইতিপূর্বেও এসেছে।)
تَوَكَّلْتُ عَلَى الحَيِّ الَّذِي لاَ يَمُوتُ وَالحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي المُلْكِ، وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا
"আমি ঐ চিরঞ্জীব সত্তার উপর ভরসা করলাম, যিনি কখনও মৃত্যুবরণ করবেন না। সকল প্রশংসা আল্লাহর, যিনি নিজের জন্য কোন সন্তান সাব্যস্ত করেননি এবং তাঁর রাজত্বে কোন অংশীদার নেই, তাঁকে দুর্দশা থেকে রক্ষা করার জন্য কোন সাহায্যকারী প্রয়োজন নেই। সুতরাং তুমি পূর্ণরূপে তাঁর মাহাত্ম্য বর্ণনা কর।"
(হাদীসটি তাবারানী ও হাকিম বর্ণনা করেছেন। হাকিম বলেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট।
ইস্পাহানী ইবরাহীম ইবনুল আশআস থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেনঃ আমি ফুযায়ল (র)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে এক ব্যক্তিকে শত্রুরা বন্দী করে নিয়েছিল। লোকটির পিতা মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনতে চাইল। কিন্তু শত্রুগণ প্রচুর সম্পদ ব্যতীত তাকে ছাড়তে রাযী হল না। অথচ তার এই পরিমাণ সম্পদ দেয়ার সাধ্য ছিল না। অবশেষে পিতা এসে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট অভিযোগ করল। তিনি বললেনঃ তুমি তোমার ছেলের নিকট একথা লিখে পাঠাও, সে যেন এই দু'আটি অধিক পরিমাণে পাঠ করঃ
تَوَكَّلْت عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ، وَالْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا إِلَى آخِرِهَا
"আমি চিরঞ্জীব সত্তার উপর ভরসা করলাম, যিনি কখনও মৃত্যুবরণ করবেন না। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি নিজের জন্য কোন সন্তান সাব্যস্ত করেননি (দু'আর শেষ পর্যন্ত)। বর্ণনাকারী বলেনঃ লোকটি তার ছেলের নিকট এ দু'আটি লিখে পাঠাল। সে এই দু'আ পাঠ করতে লাগল। এক সময় শত্রু তার থেকে গাফিল হয়ে গেল এবং সে চল্লিশটি উট নিয়ে তার পিতার নিকট ফিরে আসল।
(হাফিয বলেন:) হাদীসটি মু'দাল আর এ হাদীসটি "লা-হাওলা ওয়ালা কুওয়াতা" অনুচ্ছেদে ইতিপূর্বেও এসেছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2826- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا كربني أَمر إِلَّا تمثل لي جِبْرِيل فَقَالَ يَا مُحَمَّد قل توكلت على الْحَيّ الَّذِي لَا يَمُوت وَالْحَمْد لله الَّذِي لم يتَّخذ ولدا وَلم يكن لَهُ شريك فِي الْملك وَلم يكن لَهُ ولي من الذل وَكبره تَكْبِيرا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وروى الْأَصْبَهَانِيّ عَن إِبْرَاهِيم يَعْنِي ابْن الْأَشْعَث قَالَ سَمِعت الفضيل يَقُول إِن رجلا على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أسره الْعَدو فَأَرَادَ أَبوهُ أَن يفْدِيه فَأَبَوا عَلَيْهِ إِلَّا بِشَيْء كثير لم يطقه فَشَكا ذَلِك إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ اكْتُبْ إِلَيْهِ فليكثر من قَوْله توكلت على الْحَيّ الَّذِي لَا يَمُوت وَالْحَمْد لله الَّذِي لم يتَّخذ ولدا إِلَى آخرهَا قَالَ فَكتب بهَا الرجل إِلَى ابْنه فَجعل يَقُولهَا فَغَفَلَ الْعَدو عَنهُ فاستاق أَرْبَعِينَ بَعِيرًا فَقدم وَقدم بهَا إِلَى أَبِيه
قَالَ الْحَافِظ وَهَذَا معضل وَتقدم فِي بَاب لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه الْعلي الْعَظِيم
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وروى الْأَصْبَهَانِيّ عَن إِبْرَاهِيم يَعْنِي ابْن الْأَشْعَث قَالَ سَمِعت الفضيل يَقُول إِن رجلا على عهد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أسره الْعَدو فَأَرَادَ أَبوهُ أَن يفْدِيه فَأَبَوا عَلَيْهِ إِلَّا بِشَيْء كثير لم يطقه فَشَكا ذَلِك إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ اكْتُبْ إِلَيْهِ فليكثر من قَوْله توكلت على الْحَيّ الَّذِي لَا يَمُوت وَالْحَمْد لله الَّذِي لم يتَّخذ ولدا إِلَى آخرهَا قَالَ فَكتب بهَا الرجل إِلَى ابْنه فَجعل يَقُولهَا فَغَفَلَ الْعَدو عَنهُ فاستاق أَرْبَعِينَ بَعِيرًا فَقدم وَقدم بهَا إِلَى أَبِيه
قَالَ الْحَافِظ وَهَذَا معضل وَتقدم فِي بَاب لَا حول وَلَا قُوَّة إِلَّا بِاللَّه الْعلي الْعَظِيم