আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৭৫৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ব্যবসায়ীদেরকে সততা রক্ষার প্রতি উৎসাহ দান ও মিথ্যা এবং শপথ করা থেকে ভীতি প্রদর্শন, যদি তারা সত্যবাদীও হয়
২৭৫৭. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যবসায়ী ব্যক্তির মধ্যে যখন চারটি গুণ থাকবে, তখন তার উপার্জন উত্তম হবেঃ যখন ক্রয় করবে, তখন মন্দ বলবে না; বিক্রির সময় অতিরিক্ত প্রশংসা করবে না, মাল বিক্রি করার সময় এর দোষ গোপন করবে না এবং এর মধ্যে শপথ করবে না।
এ হাদীসটিও ইস্পাহানী বর্ণনা করেছেন এবং এটি অত্যন্ত গরীব হাদীস। ইস্পাহানী এবং বায়হাকী এটি হযরত মুয়ায ইবন জাবালের হাদীসরূপেও বর্ণনা করেছেন। এর ভাষ্যটি হলঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সর্বোত্তম উপার্জন হল ঐ সকল ব্যবসায়ীর উপার্জন, যারা কথা বলার সময় মিথ্যা বলে না, আমানত রাখা হলে খিয়ানত করে না, ওয়াদা করলে ভঙ্গ করে না, কেনার সময় বদনাম করে না, বিক্রির সময় প্রশংসা করে না, দেনা আদায়ে টালবাহানা করে না এবং নিজেদের পাওনা আদায়ের সময় কঠোরতা অবলম্বন করে না।)
এ হাদীসটিও ইস্পাহানী বর্ণনা করেছেন এবং এটি অত্যন্ত গরীব হাদীস। ইস্পাহানী এবং বায়হাকী এটি হযরত মুয়ায ইবন জাবালের হাদীসরূপেও বর্ণনা করেছেন। এর ভাষ্যটি হলঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সর্বোত্তম উপার্জন হল ঐ সকল ব্যবসায়ীর উপার্জন, যারা কথা বলার সময় মিথ্যা বলে না, আমানত রাখা হলে খিয়ানত করে না, ওয়াদা করলে ভঙ্গ করে না, কেনার সময় বদনাম করে না, বিক্রির সময় প্রশংসা করে না, দেনা আদায়ে টালবাহানা করে না এবং নিজেদের পাওনা আদায়ের সময় কঠোরতা অবলম্বন করে না।)
كتاب البيوع
ترغيب التُّجَّار فِي الصدْق وترهيبهم من الْكَذِب وَالْحلف وَإِن كَانُوا صَادِقين
2757- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن التَّاجِر إِذا كَانَ فِيهِ أَربع خِصَال طَابَ كَسبه إِذا اشْترى لم يذم وَإِذا بَاعَ لم يمدح وَلم يُدَلس فِي البيع وَلم يحلف فِيمَا بَين ذَلِك
رَوَاهُ الْأَصْبَهَانِيّ أَيْضا وَهُوَ غَرِيب جدا
وَرَوَاهُ أَيْضا هُوَ وَالْبَيْهَقِيّ من حَدِيث معَاذ بن جبل وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أطيب الْكسْب كسب التُّجَّار الَّذين إِذا حدثوا لم يكذبوا وَإِذا ائتمنوا لم يخونوا وَإِذا وعدوا لم يخلفوا وَإِذا اشْتَروا لم يذموا وَإِذا باعوا لم يمدحوا وَإِذا كَانَ عَلَيْهِم لم يمطلوا وَإِذا كَانَ لَهُم لم يعسروا
رَوَاهُ الْأَصْبَهَانِيّ أَيْضا وَهُوَ غَرِيب جدا
وَرَوَاهُ أَيْضا هُوَ وَالْبَيْهَقِيّ من حَدِيث معَاذ بن جبل وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أطيب الْكسْب كسب التُّجَّار الَّذين إِذا حدثوا لم يكذبوا وَإِذا ائتمنوا لم يخونوا وَإِذا وعدوا لم يخلفوا وَإِذا اشْتَروا لم يذموا وَإِذا باعوا لم يمدحوا وَإِذا كَانَ عَلَيْهِم لم يمطلوا وَإِذا كَانَ لَهُم لم يعسروا