আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৩৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
প্রতারণার ব্যাপারে সতর্কবাণী এবং ক্রয়-বিক্রয় ও অন্যান্য ক্ষেত্রে অপরের কল্যাণ কামনার প্রতি উৎসাহ প্রদান প্রসঙ্গে
২৭৩৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুমিনগণ পরস্পর কল্যাণকামী ও ভালবাসা পোষণকারী, যদিও তারা আবাসের দিক থেকে এবং দৈহিকভাবে একে অপর থেকে দূরে থাকে। আর পাপাচারীরা একে অন্যের পক্ষে ক্ষতিকর ও খিয়ানতকারী, যদিও তাদের আবাস এবং দেহ কাছাকাছি থাকে।
(হাদীসটি আবুশ-শায়খ ইবন হিব্বান 'কিতাবুত-তাওরীখ'-এ বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الْغِشّ وَالتَّرْغِيب فِي النَّصِيحَة فِي البيع وَغَيره
2738- وَرُوِيَ عَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمُؤْمِنُونَ بَعضهم لبَعض نصحة وادون وَإِن بَعدت مَنَازِلهمْ وأبدانهم والفجرة بَعضهم لبَعض غششة متخاونون وَإِن اقْتَرَبت مَنَازِلهمْ وأبدانهم

رَوَاهُ أَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب التوبيخ
tahqiqতাহকীক:তাহকীক চলমান