আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৯৪
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সতর্কতা অবলম্বন ও সন্দেহযুক্ত এবং অন্তরে খটকা সৃষ্টিকারী বস্তু বর্জনের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২৬৯৪. হযরত আবু সা’লাবা খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেছিলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে বলে দিন, আমার জন্য কোন বিষয়টি হালাল ও কোন বিষয়টি হারাম? তিনি বললেনঃ পুণ্য হল ঐ কাজ, যাতে মনে স্থিতি ও অন্তরে প্রশান্তি আসে। আর পাপ হল ঐ কাজ, যাতে মনে স্থিতি এবং অন্তরে প্রশান্তি আসে না, লোকে যাই ফতওয়া দিক না কেন।
(হাদীসটি আহমদ উত্তম সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الْوَرع وَترك الشُّبُهَات وَمَا يحوك فِي الصُّدُور
2694- وَعَن أبي ثَعْلَبَة الْخُشَنِي رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أَخْبرنِي مَا يحل لي وَيحرم عَليّ قَالَ الْبر مَا سكنت إِلَيْهِ النَّفس وَاطْمَأَنَّ إِلَيْهِ الْقلب وَالْإِثْم مَا لم تسكن إِلَيْهِ النَّفس وَلم يطمئن إِلَيْهِ الْقلب وَإِن أَفْتَاك الْمفْتُون

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান