আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৭৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হালাল উপার্জন ও হালাল ভক্ষণের প্রতি উৎসাহ দান এবং হারাম উপার্জন, হারাম ভক্ষণ ও হারাম পরিধান ইত্যাদির বেলায় সতর্কবাণী
২৬৭৯. উক্ত হযরত আবু হুরায়রা (রা) থেকেই বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ তুমি যখন তোমার সম্পদের যাকাত আদায় করে ফেলেছ, তখন তোমার দায়িত্ব পালন করে ফেলেছ। আর যে ব্যক্তি হারাম মাল সঞ্চয় করল, তারপর তা দান করে দিল, এতে তার কোন পুণ্য হবে না বরং এ গুনাহ তার উপরই বর্তাবে।
(হাদীসটি ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন। তাঁরা সবাই হাদীসটি দাররাজ সূত্রে ইবন হুজায়রার মাধ্যমে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। তাবারানী এ হাদীসটি আবুত-তুফায়ল থেকে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করল, তারপর তা দিয়ে কোন গোলাম আযাদ করল অথবা আত্মীয়তার হক আদায় করল, এগুলো তার জন্য গুনাহের কারণ হবে।)
(হাদীসটি ইবন খুযায়মা ও ইবন হিব্বান তাঁদের নিজ নিজ 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করেছেন। তাঁরা সবাই হাদীসটি দাররাজ সূত্রে ইবন হুজায়রার মাধ্যমে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। তাবারানী এ হাদীসটি আবুত-তুফায়ল থেকে নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেনঃ রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করল, তারপর তা দিয়ে কোন গোলাম আযাদ করল অথবা আত্মীয়তার হক আদায় করল, এগুলো তার জন্য গুনাহের কারণ হবে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي طلب الْحَلَال وَالْأكل مِنْهُ والترهيب من اكْتِسَاب الْحَرَام وَأكله ولبسه وَنَحْو ذَلِك
2679- وَعنهُ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا أدّيت زَكَاة مَالك فقد قضيت مَا عَلَيْك وَمن جمع مَالا حَرَامًا ثمَّ تصدق بِهِ لم يكن لَهُ فِيهِ أجر وَكَانَ إصره عَلَيْهِ
رَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم كلهم من رِوَايَة دراج عَن ابْن حجيرة عَنهُ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث أبي الطُّفَيْل وَلَفظه قَالَ من كسب مَالا من حرَام فَأعتق مِنْهُ وَوصل مِنْهُ رَحمَه كَانَ ذَلِك إصرا عَلَيْهِ
رَوَاهُ ابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم كلهم من رِوَايَة دراج عَن ابْن حجيرة عَنهُ
وَرَوَاهُ الطَّبَرَانِيّ من حَدِيث أبي الطُّفَيْل وَلَفظه قَالَ من كسب مَالا من حرَام فَأعتق مِنْهُ وَوصل مِنْهُ رَحمَه كَانَ ذَلِك إصرا عَلَيْهِ