আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৫৬
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৫৬. আবু সাঈদ খুদরী (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি এ আয়াত প্রসঙ্গে বলছেনঃ
وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ
"আপনি তাদের পরিতাপের দিবস সম্পর্কে সাবধান করে দিন, যখন সব বিষয়ের মীমাংসা হয়ে যাবে। এখন তারা অসাবধানতায় রয়েছে।" (সূরা মরিয়ম)। তারা দুনিয়ায় গাফিল ছিল।'
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন। এ হাদীসটি বুখারী-মুসলিমেও এর মর্মানুরূপ বর্ণিত হয়েছে, যা 'জান্নাতের বিবরণ' অনুচ্ছেদে সর্বশেষ হাদীসরূপে সামনে আসবে ইনশা আল্লাহ।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2656- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم إِذْ قضي الْأَمر وهم فِي غَفلَة قَالَ فِي الدُّنْيَا

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَهُوَ فِي الصَّحِيحَيْنِ بِمَعْنَاهُ فِي آخر حَدِيث يَأْتِي فِي آخر صفة الْجنَّة إِن شَاءَ الله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬৫৬ | মুসলিম বাংলা