আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৫২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৫২. হরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মহান আল্লাহর নিকট নিজেকে একান্তভাবে সোপর্দ করে দেয়, আল্লাহ তাঁর যাবতীয় সমস্যার সমাধান করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিয্‌ক দান করেন, যার ধারণাও সে করতে পারেনা। আর যে ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটে বেড়ায়, আল্লাহ তাকে তার হাতেই ছেড়ে দেন।
(হাদীসটি আবুশ শায়খ তাঁর 'কিতাবুস সওয়াবে' এবং বায়হাকী বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই এটি হাসান-এর সূত্রে ইমরান থেকে বর্ণনা করেছেন। এ হাদীসের সনদটিতে ফযল-এর ভূত্য ইবরাহীম ইবনুল আশআস নামক একজন বাবী রয়েছেন। তাঁর ব্যাপারে আলোচনা অতি নিকটেই আসবে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2652- وَعَن عمرَان بن حُصَيْن رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من انْقَطع إِلَى الله عز وَجل كَفاهُ الله كل مؤونة ورزقه من حَيْثُ لَا يحْتَسب وَمن انْقَطع إِلَى الدُّنْيَا وَكله الله إِلَيْهَا

رَوَاهُ أَبُو الشَّيْخ فِي كتاب الثَّوَاب وَالْبَيْهَقِيّ كِلَاهُمَا من رِوَايَة الْحسن عَن عمرَان وَفِي إِسْنَاده إِبْرَاهِيم بن الْأَشْعَث خَادِم الْفضل وَفِيه كَلَام قريب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬৫২ | মুসলিম বাংলা