আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৪৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৪৯. হযরত খালিদ (রা)-এর দু'জন পুত্র হাবা ও সাওয়া থেকে বর্ণিত যে, তাঁরা এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসলেন যে, তিনি একটি দেয়াল তৈরির কাজে ব্যস্ত ছিলেন। তিনি যখন কাজ শেষ করলেন, তখন আমাদেরকে ডাকলেন এবং বললেনঃ যতদিন পর্যন্ত তোমরা জীবিত থাকবে, রিযকের জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ো না, কেননা মানুষকে তার মা এমন অবস্থায় প্রসব করে যে, তার শরীরটি থাকে লাল আর এতে কোন আচ্ছাদনও থাকে না। তারপর তিনি তাকে সবকিছু দান করেন এবং তার রিযকও সরবরাহ করেন।
(হাদীসটি ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2649- وَعَن حَبَّة وَسَوَاء ابْني خَالِد رَضِي الله عَنْهُمَا أَنَّهُمَا أَتَيَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ يعْمل عملا يَبْنِي بِنَاء فَلَمَّا فرغ دَعَانَا فَقَالَ لَا تنافسا فِي الرزق مَا تهزهزت رؤوسكما فَإِن الْإِنْسَان تلده أمه أَحْمَر لَيْسَ عَلَيْهِ قشر ثمَّ يُعْطِيهِ الله وَيَرْزقهُ

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬৪৯ | মুসলিম বাংলা