আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৪৭
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৪৭. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) একদিন রাস্তায় একটি খেজুর পড়ে থাকতে দেখলেন, তিনি এটি উঠিয়ে নিলেন এবং একজন মিসকীনকে দিয়ে দিলেন। তারপর তিনি তাকে লক্ষ্য করে বললেন, মনে রেখো। তুমি যদি এর কাছে নাও আসতে, তবুও এটি তোমার নিকট অবশ্যই আসত।
(হাদীসটি তাবারানী উত্তম সনদে বর্ণনা করেছেন। ইবন হিব্বানও এটি তাঁর 'সহীহ' গ্রন্থে এবং বায়হাকীও হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2647- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رأى تَمْرَة غابرة فَأَخذهَا فناولها سَائِلًا فَقَالَ أما إِنَّك لَو لم تأتها لأتتك

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد جيد وَابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৬৪৭ | মুসলিম বাংলা