আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৪৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৪৩. হযরত হাসান ইবন আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাবুকের যুদ্ধের দিন মিম্বরে আরোহণ করলেন এবং আল্লাহর প্রশংসা করলেন। অতঃপর বললেনঃ হে লোক সকল। আমি তোমাদেরকে ঐ সকল কাজ বৈ অন্য কিছুর নির্দেশ দিচ্ছি না যার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আর ঐ সকল বিষয় বৈ অন্য কিছু থেকেই নিষেধ করছি না যা থেকে আল্লাহ নিষেধ করেছেন। অতএব তোমরা জীবিকা উপার্জনে সাধুতা অবলম্বন করবে। কেননা ঐ সত্তার শপথ, যাঁর হাতে আবুল কাসিমের জীবন! তোমাদের প্রত্যেককে তার রিযক এভাবে খুঁজে ফিরে যেভাবে মৃত্যু তাকে খুঁজে ফিরে। অতএব তোমাদের যদি রিযকের কোন সমস্যা দেখা দেয়, তবে মহান আল্লাহর আনুগত্যের মাধ্যমে তা অন্বেষণ করবে।
(হাদীসটি তাবারানী তাঁর 'করীরে' বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2643- وَرُوِيَ عَن الْحسن بن عَليّ رَضِي الله عَنْهُمَا قَالَ صعد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْمِنْبَر يَوْم غَزْوَة تَبُوك فَحَمدَ الله وَأثْنى عَلَيْهِ ثمَّ قَالَ يَا أَيهَا النَّاس إِنِّي مَا آمركُم إِلَّا بِمَا أَمركُم الله وَلَا أنهاكم إِلَّا عَمَّا نهاكم الله عَنهُ فأجملوا فِي الطّلب فوالذي نفس أبي الْقَاسِم بِيَدِهِ إِن أحدكُم ليطلبه رزقه كَمَا يَطْلُبهُ أَجله فَإِن تعسر عَلَيْكُم شَيْء مِنْهُ فاطلبوه بِطَاعَة الله عز وَجل

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান