আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৩৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৩৮. হযরত আবু হুমায়দ সা'য়িদী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দুনিয়া অন্বেষণে তোমরা সাধুতা অবলম্বন কর। কেননা প্রত্যেকেই তার ভাগ্যে নির্ধারিত বস্তু অবশ্যই প্রাপ্ত হবে।
(হাদীসটি ইবন মাজাহ উপরোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। আবুশ শায়খ ইবন হিব্বান এবং হাকিম এটি এভাবে বর্ণনা করেছেনঃ যার ভাগ্যলিপিতে দুনিয়ার যতটুকু রিযক লিখা রয়েছে, প্রত্যেকেই সেখান থেকে তা পাবে।
হাকিম বলেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
(হাদীসটি ইবন মাজাহ উপরোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। আবুশ শায়খ ইবন হিব্বান এবং হাকিম এটি এভাবে বর্ণনা করেছেনঃ যার ভাগ্যলিপিতে দুনিয়ার যতটুকু রিযক লিখা রয়েছে, প্রত্যেকেই সেখান থেকে তা পাবে।
হাকিম বলেনঃ হাদীসটি বুখারী-মুসলিমের শর্ত অনুসারে সহীহ।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2638- وَعَن أبي حميد السَّاعِدِيّ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أجملوا فِي طلب الدُّنْيَا فَإِن كلا ميسر لما خلق لَهُ
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَالْحَاكِم إِلَّا أَنَّهُمَا قَالَا فَإِن كلا ميسر لما كتب لَهُ مِنْهَا
وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
رَوَاهُ ابْن مَاجَه وَاللَّفْظ لَهُ وَأَبُو الشَّيْخ ابْن حبَان فِي كتاب الثَّوَاب وَالْحَاكِم إِلَّا أَنَّهُمَا قَالَا فَإِن كلا ميسر لما كتب لَهُ مِنْهَا
وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا