আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬৩৫
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
জীবিকা উপার্জনে মধ্যম পন্থা ও সাধুতা অবলম্বনের প্রতি উৎসাহ দান এবং লোভ ও অর্থ মোহের নিন্দাবাদ প্রসঙ্গে
২৬৩৫. হযরত আবদুল্লাহ ইবন সারজিস (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) বলেছেনঃ উত্তম স্বভাব এবং মিতব্যয়িতা নবুওতের চব্বিশ ভাগের এক ভাগ।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি হাসান-গরীব হাদীস। মালিক এবং আবু দাউদও এটি হযরত ইবন আব্বাস (রা) থেকে পূর্বোক্ত হাদীসের অনুরূপই বর্ণনা করেছেন। তবে তাঁরা বলেছেনঃ পঁচিশ ভাগের এক ভাগ।)
كتاب البيوع
التَّرْغِيب فِي الاقتصاد فِي طلب الرزق والإجمال فِيهِ وَمَا جَاءَ فِي ذمّ الْحِرْص وَحب المَال
2635- عَن عبد الله بن سرجس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ السمت الْحسن والتؤدة والاقتصاد جُزْء من أَرْبَعَة وَعشْرين جُزْءا من النُّبُوَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَرَوَاهُ مَالك وَأَبُو دَاوُد بِنَحْوِهِ من حَدِيث ابْن عَبَّاس إِلَّا أَنَّهُمَا قَالَا من خَمْسَة وَعشْرين
tahqiqতাহকীক:তাহকীক চলমান