আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৬৩১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্র করার প্রতি উৎসাহ দান
২৬৩১. ইয়াহইয়া ইবন আবু কাসীর (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তিকে বলেছিলেনঃ তুমি আল্লাহর ইবাদতকারী ও নামাযী হিসেবে গণ্য হবে, যে পর্যন্ত তুমি দাঁড়িয়ে অথবা বসে অথবা বাজারে অথবা তোমার মজলিসে আল্লাহকে স্মরণ করবে।
(হাদীসটি বায়হাকী মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেছেন এবং এতে সমালোচনারও অবকাশ রয়েছে।)
(হাদীসটি বায়হাকী মুরসাল পদ্ধতিতে বর্ণনা করেছেন এবং এতে সমালোচনারও অবকাশ রয়েছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2631- وَعَن يحيى بن أبي كثير رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لرجل لَا تزَال مُصَليا قَانِتًا مَا ذكرت الله قَائِما أَو قَاعِدا أَو فِي سوقك أَو فِي ناديك
رَوَاهُ الْبَيْهَقِيّ مُرْسلا وَفِيه كَلَام
رَوَاهُ الْبَيْهَقِيّ مُرْسلا وَفِيه كَلَام