আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৬২৯
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
বাজার এবং গাফলতের স্থানসমূহে মহান আল্লাহর যিক্‌র করার প্রতি উৎসাহ দান
২৬২৯. হযরত উমর ইবনুল খাত্তাব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি বাজারে গিয়ে এ দু'আটি পাঠ করলঃ "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা-শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।" আল্লাহ তার জন্য দশ লক্ষ নেকী লিখে দিবেন, দশ লক্ষ গুনাহ মিটিয়ে দিবেন এবং দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করে দিবেন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃ এটি গরীব হাদীস।
[শ্রুতি লিখিয়ে বলেন। হাদীসটির সনদ মুত্তাসিল ও উত্তম, এর বর্ণনাকারীগণ বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য। অবশ্য আযহার ইবন সিনান নামক রাবীর ব্যাপারে অনেকের আপত্তি রয়েছে। ইবন আদী বলেন, আমি তাঁর হাদীস গ্রহণে কোন দোষ দেখি না। তিরমিযীর অপর এক বর্ণনায় দশ লক্ষ মর্যাদা বৃদ্ধির স্থলে "আল্লাহ্ জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দিবেন" কথাটি উল্লেখ করা হয়েছে। আর এ শব্দমালায় হাদীসটি ইবন মাজাহ, ইবন আবুদ-দুনিয়া এবং হাকিমও বর্ণনা করেছেন। হাকিম একে সহীহ বলে মন্তব্য করেছেন। তাঁরা সবাই হাদীসটি আমর ইবন দীনার (যিনি যুবায়র-এর বংশের খাজাঞ্চী ছিলেন) সূত্রে সালিম ইবন আবদুল্লাহ সূত্রে, তিনি আবদুল্লাহ থেকে আর আবদুল্লাহ তাঁর পিতা উমর থেকে বর্ণনা করেছেন। হাকিম এ হাদীসটি আবদুল্লাহ ইবন উমর থেকেও মারফুরণে বর্ণনা করেছেন এবং সহীহ বলে মন্তব্যও করেছেন। তবে এ সূত্রে মারযুক ইবন মারমুবান নামে একজন রাবী রয়েছেন, যাঁর সমালোচনা এ কিতাবেই পরে আসছে।)
كتاب البيوع
التَّرْغِيب فِي ذكر الله تَعَالَى فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة
2629- عَن عمر بن الْخطاب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من دخل السُّوق فَقَالَ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد يحيي وَيُمِيت وَهُوَ حَيّ لَا يَمُوت بِيَدِهِ الْخَيْر وَهُوَ على كل شَيْء قدير
كتب الله لَهُ ألف ألف حَسَنَة ومحا عَنهُ ألف ألف سَيِّئَة وَرفع لَهُ ألف ألف دَرَجَة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب
قَالَ المملي وَإِسْنَاده مُتَّصِل حسن وَرُوَاته ثِقَات أثبات وَفِي أَزْهَر بن سِنَان خلاف وَقَالَ ابْن عدي أَرْجُو أَنه لَا بَأْس بِهِ وَقَالَ التِّرْمِذِيّ فِي رِوَايَة لَهُ مَكَان وَرفع لَهُ ألف ألف دَرَجَة وَبنى لَهُ بَيْتا فِي الْجنَّة
وَرَوَاهُ بِهَذَا اللَّفْظ ابْن مَاجَه وَابْن أبي الدُّنْيَا وَالْحَاكِم وَصَححهُ كلهم من رِوَايَة عَمْرو بن دِينَار قهرمان آل الزبير عَن سَالم بن عبد الله عَن أَبِيه عَن جده وَرَوَاهُ الْحَاكِم أَيْضا من حَدِيث عبد الله بن عمر مَرْفُوعا أَيْضا وَقَالَ صَحِيح الْإِسْنَاد كَذَا قَالَ وَفِي إِسْنَاده مَرْزُوق بن الْمَرْزُبَان يَأْتِي الْكَلَام عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান