আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৬১১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৬১১. হযরত আবু যর (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একদিন ঘর থেকে বের হয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট আসলাম। তিনি বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে কৃপণ লোকটির কথা বলব না? সাহাবীগণ বললেন জ্বী, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! বলুন। তিনি তখন বললেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা করা হল অথচ সে দরূদ পাঠ করল না, সেই হল সবচেয়ে বড় কৃপণ।
(হাদীসটি ইবন আবু আসিম কিতাবুস সালাতে আলী ইবন ইয়াযীদ সূত্রে কাসিম থেকে বর্ণনা করেছেন।
(শ্রুতি লিখিয়ে হাফিয (র) বলেন)ঃ এই অধ্যায়ে বিভিন্ন অনুচ্ছেদ রয়েছে। কিছু অনুচ্ছেদ সামনে আসবে আর কতিপয় অনুচ্ছেদ ইতিপূর্বে বর্ণিত হয়েছে। যেমনঃ রিয়ার আশংকা হলে কি দু'আ পড়বে তা 'রিয়া' অনুচ্ছেদে, উযূর পর কি দু'আ পড়বে তা 'তাহারাত' অধ্যায়ে এবং আযানের পর ও ফজর, আসর, মাগরিব ও ইশার নামাযের পর কি দু'আ পড়বে, তা 'সালাত' অধ্যায়ে বর্ণিত হয়েছে। শয্যা গ্রহণের সময় কি দু'আ পাঠ করবে, তা 'নফল' অধ্যায়ে বর্ণিত হয়েছে। অনুরূপভাবে ঘুম থেকে জাগ্রত হবার পর, সকালে-সন্ধ্যায় ও হাজতের দু'আ 'নফল' অধ্যায়েই বর্ণিত হয়েছে। অপরদিকে 'ক্রয়-বিক্রয়' অধ্যায়ে বাজারে প্রবেশ ও গাফলতকালীন সময়ের দু'আ, ঋণগ্রস্ত; বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তির দু'আর উল্লেখ করা হবে। 'লিবাস' অধ্যায়ে নতুন পোশাক পরার দু'আ, 'খাদ্য গ্রহণ' অধ্যায়ে বিসমিল্লাহ ও আলহামদু লিল্লাহ পাঠ করার দু'আ বর্ণিত হবে। 'বিচার' অধ্যায়ে যালিমের যুলমের আশংকা হলে কি দু'আ পাঠ করবে, তা বর্ণিত হবে। 'আদব' অধ্যায়ে যানবাহনে আরোহণের দু'আ, বাহন কাউকে পিঠ থেকে নিক্ষেপ করে দিতে চাইলে ঐ সময়ের দু'আ, কোন স্থানে অবতরণ করলে, সে সময়ের দু'আ এবং কোন অনুপস্থিত ব্যক্তির পক্ষে মুসলমান ভাইয়ের দু'আ ইত্যাদি অনুচ্ছেদ আসবে। 'জানাযা' অধ্যায়ে শান্তি ও সুস্থতার দু'আ রোগী দেখার দু'আ, কেউ শরীরে আঘাত পেলে সেই সময়ের দু'আ, রোগীর জন্য দু'আ, রোগীর পঠিতব্য দু'আ এবং কারো আপনজন মারা গেলে সেই সময়ের দু'আ ইত্যাদি অনুচ্ছেদ আসবে। 'জান্নাত ও জাহান্নামের বিবরণ' অধ্যায়ে জান্নাতের প্রার্থনা ও জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা শীর্ষক অনুচ্ছেদ আসবে। আল্লাহ্ সাহায্য করুন এবং কাজটি সহজসাধ্য করে দিন এই প্রার্থনা করছি।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2611- وَعَن أبي ذَر رَضِي الله عَنهُ قَالَ خرجت ذَات يَوْم فَأتيت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَلا أخْبركُم بأبخل النَّاس
قَالُوا بلَى يَا رَسُول الله
قَالَ من ذكرت عِنْده فَلم يصل عَليّ فَذَلِك أبخل النَّاس

رَوَاهُ ابْن أبي عَاصِم فِي كتاب الصَّلَاة من طَرِيق عَليّ بن يزِيد عَن الْقَاسِم
قَالَ الْحَافِظ المملي من هَذَا الْكتاب أَبْوَاب مُتَفَرِّقَة وَتَأْتِي أَبْوَاب أخر إِن شَاءَ الله فَتقدم مَا يَقُوله من خَافَ شَيْئا من الرِّيَاء فِي بَاب الرِّيَاء وَمَا يَقُوله بعد الْوضُوء فِي كتاب الطَّهَارَة وَمَا يَقُوله بعد الْأَذَان وَمَا يَقُوله بعد صَلَاة الصُّبْح وَالْعصر وَالْمغْرب وَالْعشَاء فِي كتاب الصَّلَاة وَمَا يَقُول حِين يأوي إِلَى فرَاشه فِي كتاب النَّوَافِل وَكَذَلِكَ مَا يَقُول إِذا اسْتَيْقَظَ من اللَّيْل وَمَا يَقُول إِذا أصبح وَأمسى وَدُعَاء الْحَاجة فِيهِ أَيْضا وَيَأْتِي إِن شَاءَ الله فِي كتاب الْبيُوع ذكر الله فِي الْأَسْوَاق ومواطن الْغَفْلَة وَمَا يَقُوله الْمَدْيُون والمكروب والمأسور وَفِي كتاب اللبَاس مَا يَقُوله من لبس ثوبا جَدِيدا
وَفِي كتاب الطَّعَام التَّسْمِيَة وَحمد الله بعد الْأكل
وَفِي كتاب الْقَضَاء مَا يَقُوله من خَافَ ظَالِما
وَفِي كتاب الْأَدَب مَا يَقُول من ركب دَابَّته وَمن عثرت بِهِ دَابَّته وَمن نزل منزلا وَدُعَاء الْمَرْء لِأَخِيهِ بِظهْر الْغَيْب
وَفِي كتاب الْجَنَائِز الدُّعَاء بالعافية وَمَا يَقُوله من رأى مبتلى وَمَا يَقُوله من آلمه شَيْء من جسده وَمَا يدعى بِهِ للْمَرِيض وَمَا يَدْعُو بِهِ الْمَرِيض وَمَا يَقُول من مَاتَ لَهُ ميت
وَفِي كتاب صفة الْجنَّة وَالنَّار سُؤال الْجنَّة والاستعاذة من النَّار من الله نسْأَل التَّيْسِير والإعانة
tahqiqতাহকীক:তাহকীক চলমান