আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৬০৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৬০৩. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) একদিন মিম্বরে আরোহণ করলেন এবং তিনবার আমীন বললেন। তারপর জিজ্ঞেস করলেন, তোমরা কি জান, আমি কেন আমীন বলেছি? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূলই বেশি জানেন। তিনি বললেন, জিবরাঈল (আ) আমার নিকট এসে বললেনঃ যে ব্যক্তির কাছে আপনার আলোচনা করা হল অথচ সে আপনার প্রতি দরূদ পাঠ করল না, তাকে আল্লাহ রহমত থেকে বঞ্চিত এবং দূরে নিক্ষেপ করুন। আমি বললাম, আমীন। তিনি আরও বললেন, যে ব্যক্তি আপন পিতামাতা অথবা এদের একজনকে পেল, কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করল না এবং জাহান্নামে গেল, আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত এবং দূরে নিক্ষেপ করুন। আমি বললাম, আমীন। জিবরাঈল আবার বললেন, যে ব্যক্তি রমযান পেল, কিন্তু তার মাগফিরাত হল না এবং সে জাহান্নামে গেল, আল্লাহ তাকে রহমত থেকে বঞ্চিত ও দূরে নিক্ষেপ করুন। আমি বললাম, আমীন।
(হাদীসটি তাবারানী একটি দুর্বল সনদে বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী একটি দুর্বল সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2603- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم ارْتقى على الْمِنْبَر فأمن ثَلَاث مَرَّات ثمَّ قَالَ أَتَدْرُونَ لم أمنت قلت الله وَرَسُوله أعلم قَالَ جَاءَنِي جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ إِنَّه من ذكرت عِنْده فَلم يصل عَلَيْك فَأَبْعَده الله وأسحقه
قلت آمين قَالَ وَمن أدْرك أَبَوَيْهِ أَو أَحدهمَا فَلم يَبرهُمَا دخل النَّار فَأَبْعَده الله وأسحقه
قلت آمين وَمن أدْرك رَمَضَان فَلم يغْفر لَهُ دخل النَّار فَأَبْعَده الله وأسحقه فَقلت آمين
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لين
قلت آمين قَالَ وَمن أدْرك أَبَوَيْهِ أَو أَحدهمَا فَلم يَبرهُمَا دخل النَّار فَأَبْعَده الله وأسحقه
قلت آمين وَمن أدْرك رَمَضَان فَلم يغْفر لَهُ دخل النَّار فَأَبْعَده الله وأسحقه فَقلت آمين
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لين