আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৭৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সর্বদা বেশি করে নবী করীম (ﷺ) -এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে উৎসাহ দান ও তাঁর আলোচনার সময় যে ব্যক্তি দরূদ পাঠ করে না, তার সম্পর্কে সতর্কবাণী
২৫৭৪. হযরত আবু বুরদা ইবন নিয়ার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের যে কেউ খাঁটি অন্তরে আমার প্রতি একবার দরূদ পাঠ করবে, আল্লাহ এর বিনিময়ে তার প্রতি দশটি রহমত নাযিল করবেন, এরদ্বারা তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন, দশটি পূণ্য লিখে দিবেন এবং তার দশটি গুনাহ মোচন করবেন।
(হাদীসটি নাসাঈ, তাবারানী এবং বাযযার বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي إكثار الصَّلَاة على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم والترهيب من تَركهَا عِنْد ذكره صلى الله عَلَيْهِ وَسلم كثيرا دَائِما
2574- وَعَن أبي بردة بن نيار رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من صلى عَليّ من أمتِي صَلَاة مخلصا من قلبه صلى الله عَلَيْهِ بهَا عشر صلوَات وَرَفعه بهَا عشر دَرَجَات وَكتب لَهُ بهَا عشر حَسَنَات ومحا عَنهُ بهَا عشر سيئات

رَوَاهُ النَّسَائِيّ وَالطَّبَرَانِيّ وَالْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান