আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫৪৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
এমন কিছু বাক্য যা দিয়ে দু'আ শুরু করা চাই এবং ইসমে আযম প্রসঙ্গ
২৫৪৮. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদিন নবী করীম (ﷺ) আবূ আয়্যাশ যায়দ ইবন সামিত যুরাকীর কাছ দিয়ে অতিক্রম করলেন। আবু আয়‍্যাশ তখন সালাতরত ছিলেন এবং তিনি বলছিলেনঃ হে আল্লাহ্! আমি তোমার নিকট প্রার্থনা করছি এইজন্য যে, সকল প্রশংসা তোমারই এবং তুমি ছাড়া কোন মাবুদ নেই। হে দয়াময় ও করুণাময়, হে আকাশ ও যমীনসমূহের সৃষ্টিকারী, হে পরাক্রমশালী মহা সম্মানের অধিকারী। রাসূলুল্লাহ্ (ﷺ) শুনে বললেনঃ তুমি, আল্লাহকে তাঁর ঐ মহান নাম নিয়ে ডেকেছ যে নামে ডাকা হলে তিনি সাড়া দেন এবং কোন কিছু প্রার্থনা করা হলে তিনি প্রদান করেন।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। ইবন মাজাহও এটি বর্ণনা করেছেন। আবু দাউদ, নাসাঈ ইবন হিব্বান তাঁর 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও এটি বর্ণনা করেন। তাঁরা চারজনই "ইয়া হাইয়্যু ইয়া কাইয়ুম-হে চিরঞ্জীব ও সব কিছুর ধারক" কথাটি অতিরিক্ত বর্ণনা করেন। হাকিম বলেছেনঃ হাদীসটি মুসলিমের শর্ত অনুসারে সহীহ। হাকিম তাঁর অপর এক বর্ণনায়, "আমি তোমার নিকট জান্নাত চাই ও জাহান্নাম থেকে পানাহ্ চাই" কথাটিও উল্লেখ করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يستفتح بهَا الدُّعَاء وَبَعض مَا جَاءَ فِي اسْم الله الْأَعْظَم
2548- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِأبي عَيَّاش زيد بن الصَّامِت الزرقي وَهُوَ يُصَلِّي وَهُوَ يَقُول اللَّهُمَّ إِنِّي أَسأَلك بِأَن لَك الْحَمد لَا إِلَه إِلَّا أَنْت يَا حنان يَا منان يَا بديع السَّمَوَات وَالْأَرْض يَا ذَا الْجلَال وَالْإِكْرَام فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لقد سَأَلت الله باسمه الْأَعْظَم الَّذِي إِذا دعِي بِهِ أجَاب وَإِذا سُئِلَ بِهِ أعْطى

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه

وَرَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَزَاد هَؤُلَاءِ الْأَرْبَعَة يَا حَيّ يَا قيوم وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرط مُسلم وَزَاد الْحَاكِم فِي رِوَايَة لَهُ أَسأَلك الْجنَّة وَأَعُوذ بك من النَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান