আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫৪২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বহুল পরিমাণে দু'আ করার প্রতি উৎসাহ দান এবং এর ফযীলত প্রসঙ্গ
২৫৪২. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর নিকট তাঁর করুণা প্রার্থনা কর। কেননা আল্লাহ তাঁর নিকট প্রার্থনা করাকে পসন্দ করেন। আর সর্বোত্তম ইবাদত হল স্বাচ্ছন্দ্যের প্রতীক্ষা করা।
(হাদীসটি তিরমিযী ও ইবন আবুদ-দুনিয়া বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাম্মাদ ইব্ন ওয়াকিদ এভাবেই বর্ণনা করেছেন। কিন্তু হাম্মাদ ইবন ওয়াকিদ তেমন সংরক্ষণকারী নন। এ হাদীসটি আবূ নুআয়ম ইসরাঈল থেকে, তিনি হাকীম ইবন জুবায়র থেকে এবং তিনি জনৈক সাহাবী সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। সম্ভবত আবূ নু'আয়ম-এর বর্ণনাটি অধিক বিশুদ্ধ।)
(হাদীসটি তিরমিযী ও ইবন আবুদ-দুনিয়া বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি হাম্মাদ ইব্ন ওয়াকিদ এভাবেই বর্ণনা করেছেন। কিন্তু হাম্মাদ ইবন ওয়াকিদ তেমন সংরক্ষণকারী নন। এ হাদীসটি আবূ নুআয়ম ইসরাঈল থেকে, তিনি হাকীম ইবন জুবায়র থেকে এবং তিনি জনৈক সাহাবী সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণনা করেছেন। সম্ভবত আবূ নু'আয়ম-এর বর্ণনাটি অধিক বিশুদ্ধ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَثْرَة الدُّعَاء وَمَا جَاءَ فِي فَضله
2542- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم سلوا الله من فَضله فَإِن الله يحب أَن يسْأَل وَأفضل الْعِبَادَة انْتِظَار الْفرج
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا وَقَالَ التِّرْمِذِيّ هَكَذَا روى حَمَّاد بن وَاقد هَذَا الحَدِيث وَحَمَّاد بن وَاقد لَيْسَ بِالْحَافِظِ وروى أَبُو نعيم هَذَا الحَدِيث عَن إِسْرَائِيل عَن حَكِيم بن جُبَير عَن رجل عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَحَدِيث أبي نعيم أشبه أَن يكون أصح
رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن أبي الدُّنْيَا وَقَالَ التِّرْمِذِيّ هَكَذَا روى حَمَّاد بن وَاقد هَذَا الحَدِيث وَحَمَّاد بن وَاقد لَيْسَ بِالْحَافِظِ وروى أَبُو نعيم هَذَا الحَدِيث عَن إِسْرَائِيل عَن حَكِيم بن جُبَير عَن رجل عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَحَدِيث أبي نعيم أشبه أَن يكون أصح