আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৫২৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বহুল পরিমাণে দু'আ করার প্রতি উৎসাহ দান এবং এর ফযীলত প্রসঙ্গ
২৫২৯. হয়তে উবাদা ইবনুস সামিত (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পৃথিবীর বুকে যখন কোন মুসলমান আল্লাহর নিকট কোন দু'আ করে, তখন আল্লাহ্ হয় তাকে তার প্রার্থিত বস্তুটিই দান করে দেন অথবা অনুরণ একটি অনিষ্ট তার উপর থেকে দূর করে দেন, যে পর্যন্ত যে কোন গুনাহ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দু'আ না করে। উপস্থিত জনৈক ব্যক্তি বলল, তাহলে তো আমরা অনেক পেয়ে যাব। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ্ আরও অধিক কবুলকারী।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিমও এটি বর্ণনা করেছেন। তাঁরা উভয়েই আবদুর রহমান ইবন সাবিত ইবন সাওবান সূত্রে এটি বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান-সহীহ-গরীর। হাকিম বলেন, হাদীসটির, সনদ সহীহ। জারাহী বলেন। অর্থাৎ আল্লাহ অধিক কবূলকারী।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَثْرَة الدُّعَاء وَمَا جَاءَ فِي فَضله
2529- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا على الأَرْض مُسلم يَدْعُو الله بدعوة إِلَّا آتَاهُ الله تَعَالَى إِيَّاهَا أَو صرف عَنهُ من السوء مثلهَا مَا لم يدع بإثم أَو قطيعة رحم فَقَالَ رجل من الْقَوْم إِذا نكثر
قَالَ الله أَكثر

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم كِلَاهُمَا من رِوَايَة عبد الرَّحْمَن بن ثَابت بن ثَوْبَان وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن صَحِيح غَرِيب وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد قَالَ الجراحي يَعْنِي الله أَكثر إِجَابَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান