আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫২৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বহুল পরিমাণে দু'আ করার প্রতি উৎসাহ দান এবং এর ফযীলত প্রসঙ্গ
২৫২৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি চায় যে, দুর্দিনে আল্লাহ তার দু'আ কবুল করুন, সে যেন তার সুদিনে অধিক পরিমাণে দু'আ করে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। হাকিম এটি হযরত আবু হুরায়রা এবং হযরত সালমান (রা) উভয়ের হাদীস হিসেবেই বর্ণনা করেছেন এবং উভয়টি সম্পর্কে সহীহ বলে মন্তব্য করেছেন।)
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। হাকিম এটি হযরত আবু হুরায়রা এবং হযরত সালমান (রা) উভয়ের হাদীস হিসেবেই বর্ণনা করেছেন এবং উভয়টি সম্পর্কে সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَثْرَة الدُّعَاء وَمَا جَاءَ فِي فَضله
2526- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سره أَن يستجيب الله لَهُ عِنْد الشدائد فليكثر من الدُّعَاء فِي الرخَاء
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم من حَدِيثه وَمن حَدِيث سلمَان وَقَالَ فِي كل مِنْهُمَا صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ وَالْحَاكِم من حَدِيثه وَمن حَدِيث سلمَان وَقَالَ فِي كل مِنْهُمَا صَحِيح الْإِسْنَاد