আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৫২২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ক্ষমা প্রার্থনার প্রতি অনুপ্রেরণা দান
২৫২২. হযরত বারা (রা) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেছিলঃ 'হে আবু ইমারা, "তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না।" এ আয়াতে কি ঐ ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে যে শত্রুর মুখোমুখি হয়ে যুদ্ধ করে নিহত হয়? তিনি বললেন, না; বরং তা ঐ ব্যক্তির উদ্দেশ্য, যে গুনাহ করে এবং বলে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না।
(হাদীসটি হাকিম মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ বুখারী-মুসলিমের শর্ত অনুসারে হাদীসটি সহীহ।)
(হাদীসটি হাকিম মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ বুখারী-মুসলিমের শর্ত অনুসারে হাদীসটি সহীহ।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الاسْتِغْفَار
2522- وَعَن الْبَراء رَضِي الله عَنهُ قَالَ لَهُ رجل يَا أَبَا عمَارَة وَلَا تلقوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَة الْبَقَرَة 591 أهوَ الرجل يلقى الْعَدو فَيُقَاتل حَتَّى يقتل قَالَ لَا وَلَكِن هُوَ الرجل يُذنب الذَّنب فَيَقُول لَا يغفره الله
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرطهمَا
رَوَاهُ الْحَاكِم مَوْقُوفا وَقَالَ صَحِيح على شَرطهمَا