আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৮৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কেউ স্বপ্নে খারাপ কোন কিছু দেখলে কি বলবে এবং কি করবে?
২৪৮৭. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) বলেছেনঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। অতএব যে ব্যক্তি কোন অবাঞ্ছিত স্বপ্ন দেখে, সে যেন তার বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করে এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে। এমন করলে এটি তার কোন ক্ষতি করতে পারবে না।
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ ও ইবন মাজাহ বর্ণনা করেছেন। বুখারী ও মুসলিমে আবু সালামার বর্ণনায় এরূপ রয়েছেঃ আর যখন কোন অবাঞ্ছিত স্বপ্ন দেখবে, তখন যেন সে এই স্বপ্নের অনিষ্ট ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর শরণ প্রার্থনা করে এবং তার বামদিকে তিনবার থুথু নিক্ষেপ করে। আর কারো নিকট এটি ব্যক্ত না করে। এমনটি করলে এটি কস্মিণকালেও অনিষ্ট করতে পারবে না।
বুখারী ও মুসলিম এ হাদীসটি হযরত আবূ হুরায়রা (রা) সূত্রেও বর্ণনা করেছেন। এ বর্ণনায় রয়েছেঃ যে ব্যক্তি কোন অবাঞ্ছিত স্বপ্ন দেখে, সে যেন এটি কারো কাছে ব্যক্ত না করে; বরং সে যেন শয্যা ত্যাগ করে এবং সালাতে রত হয়।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِيمَا يَقُوله ويفعله من رأى فِي مَنَامه مَا يكره
2487- وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم الرُّؤْيَا الصَّالِحَة من الله والحلم من الشَّيْطَان فَمن رأى شَيْئا يكرههُ فلينفث عَن شِمَاله ثَلَاثًا وليتعوذ بِاللَّه من الشَّيْطَان فَإِنَّهَا لَا تضره

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

وَفِي رِوَايَة للْبُخَارِيّ وَمُسلم عَن أبي سَلمَة وَإِذا رأى مَا يكره فليتعوذ بِاللَّه من شَرها وَشر الشَّيْطَان وليتفل عَن يسَاره ثَلَاثًا وَلَا يحدث بهَا أحدا فَإِنَّهَا لن تضره
وروياه أَيْضا عَن أبي هُرَيْرَة وَفِيه فَمن رأى شَيْئا يكرههُ فَلَا يقصه على أحد وليقم فَليصل

হাদীসের ব্যাখ্যা:

এখানে বলা হয়েছে, ভালো স্বপ্ন আল্লাহ তা'আলার পক্ষ থেকে হয় আর মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। মন্দ স্বপ্নকে حُلم বলা হয়েছে। الرؤيا ও الحُلُم উভয় শব্দ মূলত একই অর্থ দেয়। উভয়েরই অর্থ স্বপ্ন। অর্থাৎ ঘুমের ভেতর মানুষ যা-কিছু দেখে। তবে কুরআন-হাদীছে সাধারণত ভালো স্বপ্নের জন্য الرؤيا ও মন্দ স্বপ্নের জন্য الحلم ব্যবহার হয়ে থাকে, যদিও শাব্দিক অর্থের বিবেচনায় উভয় শব্দই উভয়রকম স্বপ্নের জন্য ব্যবহৃত হতে পারে।

বলা হয়েছে- فلينفث عن شماله ثلاثا (সে যেন তার বামদিকে তিনবার থুথু ফেলে)। থুথু ফেলার উদ্দেশ্য শয়তানকে তাড়ানো। তার প্রতি ঘৃণা ও তাচ্ছিল্য প্রকাশ করা। ينفث শব্দটির উৎপত্তি نفث থেকে। এর অর্থ এমনভাবে ফুঁ দেওয়া, যাতে সামান্য থুথুও বের হয়ে আসে। বামদিকে থুতু ফেলার কারণ হল বাড়তি ঘৃণা প্রকাশ করা। শয়তান এক ঘৃণ্য জীব। তার জন্য বাম দিক ধার্য করাই যথার্থ এবং ময়লা ফেলার জন্যও বাম দিকটাই উপযুক্ত। তিনবার থুথু ফেলার দ্বারা সেই ঘৃণাপ্রকাশ আরও তীব্রতর হয়।

সবশেষে বলা হয়েছে, শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করবে। অর্থাৎ- أعوذ باللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়বে। বামদিকে তিনবার থুথু ফেলার সঙ্গে أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়াটা শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষার এক উত্তম ব্যবস্থা। এ কারণেই নামাযের ভেতর যার বেশি ওয়াসওয়াসা ও সন্দেহ দেখা দেয়, হাদীছে তার জন্যও এই ব্যবস্থা দেওয়া হয়েছে। সেও أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ পড়ে বামদিকে তিনবার থুথু ফেলবে। এতে তার সে ওয়াসওয়াসা ও সন্দেহ দূর হয়ে যাবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. ভালো স্বপ্ন আল্লাহ তা'আলার পক্ষ থেকে হয়। কাজেই এটা নি'আমত। এর জন্য আল্লাহ তা'আলার শোকর আদায় করতে হবে।

খ. মন্দ স্বপ্নে শয়তানের প্রভাব ও সক্রিয়তা থাকে। তাই তার অনিষ্ট থেকে বাঁচার জন্য এ হাদীছে কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে। ব্যবস্থাসমূহ নিম্নরূপ-

১. আল্লাহ তা'আলার আশ্রয় গ্রহণ করা অর্থাৎ أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجيمِ পড়া। এটা তিনবার পড়া ভালো।

২. বামদিকে তিনবার থুথু ফেলা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান