আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৮২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
ফরয নামাযের পর কতিপয় আয়াত পাঠ ও যিকির আদায়ের প্রতি উৎসাহ দান
২৪৮২. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি এই শব্দসমূহ অথবা বলেছেনঃঃ এই দু'আসমূহ দ্বারা প্রত্যেক ফরয নামাযের পর দু'আ করবে, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ অনিবার্য হয়ে যাবে। দু'অটি এইঃ
اللَّهُمَّ أَعْطِ مُحَمَّدًا الْوَسِيلَةَ ، وَاجْعَلْ فِي الْمُصْطَفَيْنَ مَحَبَّتَهُ، وَ فِي الْعالِيْنَ دَرَجَتَهُ، وَفِي الْمُقَرَّبِينَ دارَهُ
"হে আল্লাহ্! তুমি মুহাম্মদকে ব্যাপক শাফাআতের মর্যাদা দান কর। নির্বাচিত ব্যক্তিদের মধ্যে তাঁর ভালবাসা সৃষ্টি করে দাও, উচ্চ মর্যাদসম্পন্ন লোকদের মধ্যে তাঁর বিশেষ মর্যাদা দান কর এবং নৈকট্যবানদের মধ্যে তাঁর আবাস নির্ধারণ কর।"
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। আর এটি গরীব হাদীস।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي آيَات وأذكار بعد الصَّلَوَات المكتوبات
2482- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من دَعَا بهؤلاء الْكَلِمَات أَو الدَّعْوَات فِي دبر كل صَلَاة مَكْتُوبَة حلت لَهُ الشَّفَاعَة مني يَوْم الْقِيَامَة اللَّهُمَّ اعط مُحَمَّدًا الْوَسِيلَة وَاجعَل فِي المصطفين محبته وَفِي العالين دَرَجَته وَفِي المقربين دَاره

رَوَاهُ الطَّبَرَانِيّ وَهُوَ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান