আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪৬৮
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
সকাল-সন্ধ্যা নির্বিশেষে দিন-রাত্রে পঠিত যিকিরসমূহে উৎসাহ দান
২৪৬৮. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি 'দৈনিক একশবার এ দু'আটি পাঠ করবেঃ "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর" সে দশটি দাসমুক্তির পুণ্য লাভ করবে, তার জন্য একশ নেকী লিখিত হবে, তার একশ পাপ মোচন করা হবে এবং সেই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদে থাকে। আর কোন ব্যক্তি তার চেয়ে উত্তম আমল নিয়ে আসতে পারবে না, তবে যদি কেউ তার চেয়ে অধিক আমল করে থাকে (তবে তার কথা স্বতন্ত্র)।
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ এবং ইবন মাজাহ বর্ণনা করেছেন।
মুসলিম, তিরমিযী এবং নাসাঈ এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি দৈনিক একশবার * 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী" পাঠ করবে, তার গুনাহসমূহ মার্জনা করে দেয়া হবে যদিও তা সাগরের ফেনার সমান হয়।)
(হাদীসটি বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ এবং ইবন মাজাহ বর্ণনা করেছেন।
মুসলিম, তিরমিযী এবং নাসাঈ এ অংশটুকু অতিরিক্ত বর্ণনা করেছেনঃ যে ব্যক্তি দৈনিক একশবার * 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী" পাঠ করবে, তার গুনাহসমূহ মার্জনা করে দেয়া হবে যদিও তা সাগরের ফেনার সমান হয়।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي أذكار تقال بِاللَّيْلِ وَالنَّهَار غير مُخْتَصَّة بالصباح والمساء
2468- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير فِي يَوْم مائَة مرّة كَانَت لَهُ عدل عشر رِقَاب وكتبت لَهُ مائَة حَسَنَة ومحيت عَنهُ مائَة سَيِّئَة وَكَانَت لَهُ حرْزا من الشَّيْطَان يَوْمه ذَلِك حَتَّى يُمْسِي وَلم يَأْتِ أحد بِأَفْضَل مِمَّا جَاءَ بِهِ إِلَّا أحد عمل أَكثر من ذَلِك
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَزَاد مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَمن قَالَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ فِي يَوْم مائَة مرّة حطت خطاياه وَلَو كَانَت مثل زبد الْبَحْر
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَزَاد مُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَمن قَالَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ فِي يَوْم مائَة مرّة حطت خطاياه وَلَو كَانَت مثل زبد الْبَحْر