আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪৩০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪৩০. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ যখন কোন বান্দাকে কোন নিয়ামত দান করেন আর সে এই নিয়ামতের উপর আল্লাহর প্রশংসা করে নেয়, তখন তার এই প্রশংসা ঐ নিয়ামতটির চেয়েও উত্তম হয়ে যায়, চাই নিয়ামতটি যত বড়ই হোক না কেন।
(হাদীসটি তাবারানী বর্ণনা করেছেন। হাদীসটিতে মুনকার হওয়ার দোষ রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2430- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أنعم الله
عز وَجل على عبد نعْمَة فَحَمدَ الله عز وَجل عَلَيْهَا إِلَّا كَانَ ذَلِك أفضل من تِلْكَ النِّعْمَة وَإِن عظمت

رَوَاهُ الطَّبَرَانِيّ وَفِيه نَكَارَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪৩০ | মুসলিম বাংলা