আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৪২৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪২৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তাতে মনের সাধে চরে নেবে। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ। জান্নাতের বাগান কি? তিনি বললেন, মসজিদ। আমি প্রশ্ন করলাম, মনের সাধে চরে বেড়ানোটা কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদু লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার*
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন এবং বলেছেনঃঃ এটি গরীব হাদীস।
(হাফিয বলেনঃ) হাদীসটি গরীব হলেও এর সনদটি উত্তম।)

*হুযুর পাক (ﷺ) এ হাদীসে উক্ত যিক্‌রসমূহকেই জান্নাতের বাগিচায় স্বচ্ছন্দে চরে বেড়ানো বলে উল্লেখ করেছেন।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2426- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا مررتم برياض الْجنَّة فارتعوا
قلت يَا رَسُول الله وَمَا رياض الْجنَّة قَالَ الْمَسَاجِد
قلت وَمَا الرتع قَالَ سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث غَرِيب

قَالَ الْحَافِظ وَهُوَ مَعَ غرابته حسن الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২৪২৬ | মুসলিম বাংলা