আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৮৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৩৮৫. এ হাদীসটি হাকিম ইসহাক ইব্‌ন আবদুল্লাহ ইবন আবূ তালহা সূত্রে তাঁর পিতা... পিতামহ সূত্রে এভাবে বর্ণনা করেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠ করল, সে জান্নাতে প্রবেশ করবে অথবা বলেছেনঃঃ তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল। যে ব্যক্তি 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী' একশ'বার পাঠ করবে, আল্লাহ্ তার জন্য এক লক্ষ চব্বিশ হাজার নেকী লিখে দিবেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! তাহলে তো আর আমাদের কেউ ধ্বংস হবে না। তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই ধ্বংস হবে।- কেননা তোমাদের কেউ এমন পুণ্য নিয়ে আসবে যে, এগুলো পাহাড়ে স্থাপন করলে পাহাড় ভারে নুয়ে পড়বে। কিন্তু পরক্ষণেই আল্লাহর নিয়ামতসমূহ উপস্থিত হবে এবং এগুলোকে শেষ করে ফেলবে। তারপর আল্লাহ্ তাঁর অনুগ্রহে দয়ার ফায়সালা করবেন। হাকিম বলেন, হাদীসটির সনদ সহীহ।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2385- وَرَوَاهُ الْحَاكِم من حَدِيث إِسْحَاق بن عبد الله بن أبي طَلْحَة عَن أَبِيه عَن جده وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَالَ لَا إِلَه إِلَّا الله دخل الْجنَّة أَو وَجَبت لَهُ الْجنَّة وَمن قَالَ سُبْحَانَ الله وَبِحَمْدِهِ مائَة مرّة كتب الله لَهُ مائَة ألف حَسَنَة وأربعا وَعشْرين ألف حَسَنَة
قَالُوا يَا رَسُول الله إِذا لَا يهْلك منا أحد قَالَ بلَى إِن أحدكُم ليجيء بِالْحَسَنَاتِ لَو وضعت على جبل أثقلته ثمَّ تَجِيء النعم فتذهب بِتِلْكَ ثمَّ يَتَطَاوَل الرب بعد ذَلِك برحمته قَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান