আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৭৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু' বাক্যটি পাঠের প্রতি উৎসাহ দান
২৩৭৬. হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি নগদ টাকা-পয়সা ধার দিল অথবা দুধের পশু ধারস্বরূপ দান করল অথবা কোন পথের সন্ধান দিল, সে যেন একটি দাস যুক্তি করে দিল। আর যে ব্যক্তি
لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
দু'আটি পাঠ করল সেও যেন একটি দাস মুক্ত করল।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য। এ হাদীসটি তিরমিযীতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ প্রসঙ্গে বর্ণিত হয়েছে। তিরমিযী বলেছেনঃ হাদীসটি হাসান-সহীহ। ইবন হিব্বান হাদীসটি দু'স্থানে বিভক্ত করে বর্ণনা করেছেন। এক স্থানে শুধু দানের প্রসঙ্গ উল্লেখ করেছেন। আর অপর স্থানে লা ইলাহা ইল্লাল্লাহ... বলার প্রসঙ্গ আলোচনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ
2376- وَعَن الْبَراء بن عَازِب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من منح منيحة ورق أَو منيحة لبن أَو هدى زقاقا فَهُوَ كعتاق نسمَة وَمن قَالَ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير فَهُوَ كعتق نسمَة

رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح وَهُوَ فِي التِّرْمِذِيّ بِاخْتِصَار التهليل وَقَالَ حَدِيث حسن صَحِيح وفرقه ابْن حبَان فِي صَحِيحه فِي موضِعين فَذكر المنيحة فِي مَوضِع والتهليل فِي آخر
tahqiqতাহকীক:তাহকীক চলমান