আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৭৪
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
'লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু' বাক্যটি পাঠের প্রতি উৎসাহ দান
২৩৭৪. হযরত ইয়াকুব ইবন আসিম (র) সূত্রে দু'জন সাহাবী থেকে বর্ণিত যে, তাঁরা নবী করীম (ﷺ) -কে বলতে শুনেছেনঃ যে ব্যক্তি
لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
দু'আটি পবিত্র আত্মায় ও আন্তরিক বিশ্বাসে মুখে উচ্চারণ করবে, মহান আল্লাহ্ তার প্রতি দৃষ্টিপাত করবেন। আর আল্লাহ্ যে বান্দার প্রতি দৃষ্টিপাত করেন তার মনোবাঞ্ছা পূরণ অবধারিত হয়ে যায়।
(হাদীসটি নাসাঈ বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ
2374- وَعَن يَعْقُوب بن عَاصِم رَضِي الله عَنهُ عَن رجلَيْنِ من أَصْحَاب النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَنَّهُمَا سمعا النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول مَا قَالَ عبد قطّ لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ لَهُ الْملك وَله الْحَمد وَهُوَ على كل شَيْء قدير مخلصا بهَا روحه مُصدقا بهَا قلبه ناطقا بهَا لِسَانه إِلَّا
فتق الله عز وَجل لَهُ السَّمَاء فتقا حَتَّى ينظر إِلَى قَائِلهَا من الأَرْض وَحقّ لعبد نظر الله إِلَيْهِ أَن يُعْطِيهِ سؤله

رَوَاهُ النَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান