আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩৭০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৭০. তিরমিযী হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একবার 'সুবহানাল্লাহ' পাঠ মীযানের পাল্লায় অর্ধেক, 'আলহামদুলিল্লাহ' একে পূর্ণ করে দেয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ'-এর সামনে কোন অন্তরায় নেই যতক্ষণ না এটি আল্লাহর নিকট গিয়ে পৌঁছে।
(তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
(তিরমিযী বলেন, হাদীসটি গরীব।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2370- وروى التِّرْمِذِيّ عَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ التَّسْبِيح نصف الْمِيزَان وَالْحَمْد لله تملؤه وَلَا إِلَه إِلَّا الله لَيْسَ لَهَا دون الله حجاب حَتَّى تخلص إِلَيْهِ
وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب
وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب