আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৬০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কালেমায়ে 'লা ইলাহা ইল্লাল্লাহ' পাঠের প্রতি উৎসাহ দান ও এর ফযীলত প্রসঙ্গ
২৩৬০. ইয়ালা ইবন শাদ্দাদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা শাদ্দাদ ইবন আউস (রা) হাদীসটি বর্ণনা করেছেন। তাঁর হাদীস বর্ণনার সময় উবাদা ইবন সামিত (রা)ও উপস্থিত ছিলেন এবং এর সত্যতা জ্ঞাপন করছিলেন। তিনি বলেছেনঃ আমরা একদিন নবী করীম (ﷺ) -এর নিকট ছিলাম। তিনি তখন বললেন, তোমাদের মধ্যে অপরিচিত অর্থাৎ আহলে কিতাবের কেউ রয়েছে কি? আমরা বললাম, জ্বী, না, যে আল্লাহর রাসূল। তিনি তখন দরজা বন্ধ করে দিতে নির্দেশ দিলেন এবং বললেন, তোমরা হাত উঠাও এবং বল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উঠিয়ে রাখলাম। একটু পরে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ্। তুমি আমাকে এই বাক্য দিয়ে পাঠিয়েছ ও এটি পাঠ করার নির্দেশ দিয়েছ, এর উপর জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছ। আর তুমি তো প্রতিশ্রুতি ভঙ্গ কর না। তারপর তিনি বললেন, সুসংবাদ গ্রহণ কর, আল্লাহ তোমাদেরকে মার্জনা করে দিয়েছেন।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। তাবারানী প্রমুখও এটি বর্ণনা করেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي قَول لَا إِلَه إِلَّا الله وَمَا جَاءَ فِي فَضلهَا
2360- وَعَن يعلى بن شَدَّاد قَالَ حَدثنِي أبي شَدَّاد بن أَوْس رَضِي الله عَنهُ وَعبادَة بن الصَّامِت حَاضر يصدقهُ قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ هَل فِيكُم غَرِيب يَعْنِي أهل الْكتاب قُلْنَا لَا يَا رَسُول الله فَأمر بغلق الْبَاب وَقَالَ ارْفَعُوا أَيْدِيكُم وَقُولُوا لَا إِلَه إِلَّا الله فرفعنا أَيْدِينَا سَاعَة ثمَّ قَالَ الْحَمد لله اللَّهُمَّ إِنَّك بعثتني بِهَذِهِ الْكَلِمَة وأمرتني بهَا ووعدتني عَلَيْهَا الْجنَّة وَأَنت لَا تخلف الميعاد ثمَّ قَالَ أَبْشِرُوا فَإِن الله قد غفر لكم

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالطَّبَرَانِيّ وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান