আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৪৭
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
কোন মজলিসে অহেতুক কথাবার্তার কাফফারা হয়, এমন বাক্যসমূহের প্রতি উৎসাহ দান
২৩৪৭. এ হাদীসটি ইবন আবুদ দুনিয়া নিম্নোক্ত শব্দমালায় বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন মজলিসে বসে, তখন সে যেন তিনবার এই বাক্যগুলো পাঠ না করে মজলিসে থেকে না উঠে।
سبحانك اللهم وبحمدك لا اله انت اغفرلي وتب علي
হে আল্লাহ। আমি তোমার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করছি। তুমি ছাড়া কোন মাবুদ নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি মনযোগ প্রদান কর।"
কেননা সে যদি ভাল করে থাকে, তবে এটি তার উপর সীলমোহর হয়ে থাকবে। আর মজলিসটি যদি অহেতুক কথার হয়ে থাকে, তাহলে মজলিসে যা কিছু হয়েছে, এবদ্বারা তার কাফফারা হয়ে যাবে।
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي كَلِمَات يكفرن لغط الْمجْلس
2347- وَرَوَاهُ ابْن أبي الدُّنْيَا وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِذا جلس أحدكُم فِي مجْلِس فَلَا يبرحن مِنْهُ حَتَّى يَقُول ثَلَاث مَرَّات سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِك لَا إِلَه إِلَّا أَنْت اغْفِر لي وَتب عَليّ فَإِن كَانَ أَتَى خيرا كَانَ كالطابع عَلَيْهِ وَإِن كَانَ مجْلِس لَغْو كَانَ كَفَّارَة لما كَانَ فِي ذَلِك الْمجْلس
tahqiqতাহকীক:তাহকীক চলমান