আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৩৬
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩৬. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ কিয়ামতের দিন এমন একদল লোককে উঠাবেন, যাদের চেহারায় থাকবে নূরের ছটা আর তারা অবস্থান করবে নূরের মিম্বরের উপর। লোকেরা তাদেরকে দেখে ঈর্ষা করতে থাকবে, অথচ তারা নবীও নয়, শহীদও নয়। একথা শুনে এক বেদুঈন হাঁটু পেতে বসে গেল এবং বলল, ইয়া রাসুলাল্লাহ! আপনি তাদের বৈশিষ্ট্য উল্লেখ করুন যাতে করে আমরা তাদেরকে চিনে নিতে পারি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তারা হল আল্লাহর উদ্দেশ্যে পরস্পর ভালবাসা পোষণকারী। যারা বিভিন্ন গোত্র ও অঞ্চল থেকে আল্লাহর যিকরের উদ্দেশ্যে একত্রিত হয় এবং তাঁকে স্মরণ করে।
(হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2336- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ليبْعَثن الله أَقْوَامًا يَوْم الْقِيَامَة فِي وُجُوههم النُّور على مَنَابِر اللُّؤْلُؤ يَغْبِطهُمْ النَّاس لَيْسُوا بِأَنْبِيَاء وَلَا شُهَدَاء
قَالَ فَجَثَا أَعْرَابِي على رُكْبَتَيْهِ فَقَالَ يَا رَسُول الله حلهم لنا نعرفهم قَالَ هم المتحابون فِي الله من قبائل شَتَّى وبلاد شَتَّى يَجْتَمعُونَ على ذكر الله يذكرُونَهُ

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান