আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩৩২
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্‌রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩৩২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) একদিন আবদুল্লাহ্ ইবন রাওয়াহার পাশ দিয়ে এমন সময় অতিক্রম করছিলেন, যখন তিনি তাঁর সাথীদেরকে উপদেশ দিচ্ছিলেন। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, শুনে নাও, তোমরাই ঐ দল যাদের সাথে বসতে আল্লাহ্ আমাকে নির্দেশ দিয়েছেন। তারপর তিনি এ আয়াতটি পাঠ করবেন। "আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যারা সকাল-সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে………যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা। (সুরা কাহফঃ ২৮)। তোমরা শুনে রাখা তোমাদের যে সংখ্যক লোক এখানে বসেছে ঠিক সেই সংখ্যক ফিরিশাতারাও তাদের সাথে বসেছে। এই লোকগুলো যদি আল্লাহর তাসবিহ পাঠ করেছে, তারাও তাসবীহ পাঠ করেছে। তারা যদি আল্লাহর প্রশংসা করেছে, তবে তারাও তাঁর প্রশংসা করেছে। এরা যদি আল্লাহর মহত্ব বর্ণনা করেছে, তবে তারাও তাঁর মহত্ব বর্ণনা করেছে। তারপর তারা মহান আল্লাহর দিকে উর্ধ্ব জগতে ছুটে যাবে। আর আল্লাহ্ তাদের অবস্থা ভাল জানেন। ফিরিশতারা বলবে, হে আমাদের প্রতিপালক। তোমার বান্দাগণ তোমার তাসবীহ পাঠ করেছে, আমরাও তাদের সাথে তাসবীহ পাঠ করেছি। তারা। তোমার মহাত্ম্য বর্ণনা করেছে, আমরাও তাদের সাথে তোমার মাহাত্ম্য বর্ণনা করেছি। তারা তোমার প্রশংসাবাদ করেছে, আমরাও তাদের সাথে তোমার প্রশংসাবাদ করেছি। তখন আমাদের মহান প্রতিপালক বলবেন। হে আমার ফিরিশতার দল। আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি তাদেরকে মার্জনা করে দিলাম। ফিরিশতারা বলবে, ওদের মধ্যে তোমার অমুক অমুক গুরুতর পাপী বান্দাও রয়েছে। আল্লাহ্। বলবেন, এরা এমন দল যে, এদের সাথে উপবেশনকারী কোন ব্যক্তিও ভাগ্যাহত হয় না।
(হাদীসটি তাবারানী 'সগীর' নামক গ্রন্থে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2332- وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ مر النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِعَبْد الله بن رَوَاحَة وَهُوَ يذكر أَصْحَابه فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما إِنَّكُم الْمَلأ الَّذين أَمرنِي الله أَن أَصْبِر نَفسِي مَعكُمْ ثمَّ تَلا هَذِه الْآيَة واصبر نَفسك مَعَ الَّذين يدعونَ رَبهم بِالْغَدَاةِ والعشي إِلَى قَوْله وَكَانَ أمره فرطا الْكَهْف 82 أما إِنَّه مَا جلس عدتكم إِلَّا جلس مَعَهم عدتهمْ من الْمَلَائِكَة إِن سبحوا الله تَعَالَى سبحوه وَإِن حمدوا الله حمدوه وَإِن كبروا الله كبروه ثمَّ
يصعدون إِلَى الرب جلّ ثَنَاؤُهُ وَهُوَ أعلم بهم فَيَقُولُونَ يَا رَبنَا عِبَادك سبحوك فسبحنا وكبروك فكبرنا وحمدوك فحمدنا فَيَقُول رَبنَا جلّ جَلَاله يَا ملائكتي أشهدكم أَنِّي قد غفرت لَهُم فَيَقُولُونَ فيهم فلَان وَفُلَان الخطاء فَيَقُول هم الْقَوْم لَا يشقى بهم جليسهم

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير
tahqiqতাহকীক:তাহকীক চলমান