আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৩২৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
যিকরের মজলিসসমূহে উপস্থিত হওয়া ও আল্লাহর যিক্রের উদ্দেশ্যে সমবেত হওয়ার প্রতি উৎসাহ দান
২৩২৯. হযরত আনাস (রা) সূত্রেই রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কোন সম্প্রদায় যখন একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার যিক্রের জন্য সমবেত হয়, তখন আসমান থেকে এক ঘোষণাকারী ঘোষণা করে দেয় যে, তোমরা যাও, তোমাদেরকে মার্জনা করে দেয়া হয়েছে এবং তোমাদের পাপরাশিকে পুণ্যরাশিতে পরিবর্তিত করে দেয়া হয়েছে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। মায়মূন মুরাঈ ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য ও প্রামাণ্য ব্যক্তিত্ব। আবু ইয়ালা, বাযযার এবং তাবারানীও এ হাদীসটি বর্ণনা করেন। বায়হাকী হাদীসটি হযরত আবদুল্লাহ ইবন মুগাফফাল (রা) থেকে বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। মায়মূন মুরাঈ ব্যতীত এর সকল বর্ণনাকারীই সহীহ গ্রন্থের হাদীস বর্ণনায় নির্ভরযোগ্য ও প্রামাণ্য ব্যক্তিত্ব। আবু ইয়ালা, বাযযার এবং তাবারানীও এ হাদীসটি বর্ণনা করেন। বায়হাকী হাদীসটি হযরত আবদুল্লাহ ইবন মুগাফফাল (রা) থেকে বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي حُضُور مجَالِس الذّكر والاجتماع على ذكر الله تَعَالَى
2329- وَعنهُ أَيْضا رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من قوم اجْتَمعُوا يذكرُونَ الله عز وَجل لَا يُرِيدُونَ بذلك إِلَّا وَجهه إِلَّا ناداهم مُنَاد من السَّمَاء أَن قومُوا مغفورا لكم قد بدلت سَيِّئَاتكُمْ حَسَنَات
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا مَيْمُون الْمرَائِي وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَرَوَاهُ الْبَيْهَقِيّ من حَدِيث عبد الله بن مُغفل
رَوَاهُ أَحْمد وَرُوَاته مُحْتَج بهم فِي الصَّحِيح إِلَّا مَيْمُون الْمرَائِي وَأَبُو يعلى وَالْبَزَّار وَالطَّبَرَانِيّ وَرَوَاهُ الْبَيْهَقِيّ من حَدِيث عبد الله بن مُغفل