আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩১৫
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩১৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার মক্কার রাস্তায় পথ চলছিলেন। তিনি একটি পাহাড়ের কাছ দিয়ে গেলেন, যার নাম ছিল জুমদান। তিনি বললেন, তোমরা পথ চলতে থাক, এটি হল জুমদান পাহাড়। মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেল। সাহাবীগণ বললেন, মুফাররিদ কারা ইয়া রাসূলাল্লাহ? তিনি বললেন, যারা বেশি পরিমাণে আল্লাহর যিক্‌র করে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। তিরমিযীও এ হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর ভাষ্য হলঃ ইয়া রাসূলাল্লাহ্। মুফাররিদ কারা? তিনি বললেন, অধিক পরিমাণে আল্লাহর যিক্‌রকারীগণ। যিক্‌র তাদের গুনাহের বোঝা অপসারণ করে দেবে। ফলে তারা কিয়ামতের দিন হালকা হয়ে উপস্থিত হবে।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2315- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يسير فِي طَرِيق مَكَّة فَمر على جبل يُقَال لَهُ جمدان فَقَالَ سِيرُوا هَذَا جمدان سبق المفردون
قَالُوا وَمَا المفردون يَا رَسُول الله قَالَ الذاكرون الله كثيرا

رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَلَفظه يَا رَسُول الله وَمَا المفردون قَالَ المستهترون بِذكر الله يضع الذّكر عَنْهُم أثقالهم فَيَأْتُونَ الله يَوْم الْقِيَامَة خفافا
tahqiqতাহকীক:তাহকীক চলমান