আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩০৯
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০৯. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন এ আয়াতটি নাযিল হলঃ "আর যারা সোনা-রূপা পুঞ্জীভূত করে রাখে", তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে সফরে ছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) -এর কোন কোন সাহাবী তখন বললেন, স্বর্ণ-রৌপ্যের ব্যাপারে তো আয়াত নাযিল হয়েছে। আমরা যদি জানতে পারতাম, কোন্ সম্পদটি উত্তম, তাহলে তাই সঞ্চয় করতাম। রাসূলুল্লাহ্ বললেন, সম্পদের মধ্যে উত্তম হল যিক্‌রকারী রসনা, কৃতজ্ঞ অন্তর এবং ঈমানদার স্ত্রী, যে স্বামীকে ঈমানের পথে সাহায্য করে।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। ইব্‌ন মাজাহও এটি বর্ণনা করেন। তিরমিযী বলেন, হাদীসটি হাসান।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2309- وَعَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ لما نزلت وَالَّذين يكنزون الذَّهَب وَالْفِضَّة التَّوْبَة 43 قَالَ كُنَّا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي بعض أَسْفَاره فَقَالَ بعض أَصْحَابه أنزلت فِي الذَّهَب وَالْفِضَّة لَو علمنَا أَي المَال خير فَنَتَّخِذهُ
فَقَالَ أفضله لِسَان ذَاكر وقلب شَاكر وَزَوْجَة مُؤمنَة تعينه على إيمَانه

رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَابْن مَاجَه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান