আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ

হাদীস নং: ২৩০৩
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
অধ্যায়ঃ যিক্‌র ও দু'আ।
নীরবে ও উচ্চৈস্বরে সর্বদা অধিক পরিমাণে যিক্‌র করার প্রতি উৎসাহ দান এবং যারা অধিক পরিমাণে আল্লাহর যিকির করে না, তাদের প্রসঙ্গ
২৩০৩. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদেরকে বলব না, যে কোনটি তোমাদের আমলসমূহের মধ্যে সর্বোত্তম, তোমাদের প্রভুর নিকট সর্বাধিক পবিত্র, তোমাদের সর্বাধিক মর্যাদা বৃদ্ধিকারী, তোমাদের জন্য সোনা-রূপা দান করা অপেক্ষা উত্তম এবং এ বিষয় অপেক্ষাও উত্তম যে তোমরা শত্রুর মুখোমুখি হবে এবং তাদেরকে হত্যা করবে এবং তারা তোমাদেরকে হত্যা করবে? তাঁরা বললেন, জ্বী হ্যাঁ। তিনি বললেন, এটি হল আল্লাহর যিক্‌র। হযরত মুয়ায ইবন জাবাল (রা) বলেন, আল্লাহর আযাব থেকে পরিত্রাণ দানকারী যিক্‌রের মত অন্য কোন বস্তু নেই।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। ইবন আবুদ-দুনিয়া, তিরমিযী, ইবন মাজাহ, হাকিম এবং বায়হাকীও এটি বর্ণনা করেন। হাকিম বলেন, এর সনদ সহীহ। আহমদ এটি হযরত মুয়ায (রা) থেকেও উত্তম সনদে বর্ণনা করেছেন। কিন্তু এতে ইনকিতা রয়েছে।)
كتاب الذّكر وَالدُّعَاء
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي الْإِكْثَار من ذكر الله سرا وجهرا والمداومة عَلَيْهِ وَمَا جَاءَ فِيمَن لم يكثر ذكر الله تَعَالَى
2303- وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أنبئكم بِخَير أَعمالكُم وأزكاها عِنْد مليككم وأرفعها فِي درجاتكم وَخير من إِنْفَاق الذَّهَب وَالْوَرق
وَخير لكم من أَن تلقوا عَدوكُمْ فتضربوا أَعْنَاقهم ويضربوا أَعْنَاقكُم قَالُوا بلَى
قَالَ ذكر الله
قَالَ معَاذ بن جبل مَا شَيْء أنجى من عَذَاب الله من ذكر الله

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَابْن أبي الدُّنْيَا وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح الْإِسْنَاد وَرَوَاهُ أَحْمد أَيْضا من حَدِيث معَاذ بِإِسْنَاد جيد إِلَّا أَن فِيهِ انْقِطَاعًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান