আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৮৮
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৮. হযরত মু'আয ইবন আনাস জুহানী (রা) সুত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি সম্পূর্ণ সূরা ইখলাস দশবার পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি অট্টালিকা তৈরি করে দিবেন। হযরত উমর ইবনুল খাত্তাব (রা) বললেন, ইয়া রাসুলাল্লাহ। তাহলে তো আমরা অনেক অট্টালিকা লাভ করে ফেলব। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহ এর চেয়েও অধিক দানকারী, অতি পবিত্র।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2288- وَرُوِيَ عَن معَاذ بن أنس الْجُهَنِيّ رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَرَأَ قل هُوَ الله أحد حَتَّى يختمها عشر مَرَّات بنى الله لَهُ قصرا فِي الْجنَّة فَقَالَ عمر بن الْخطاب إِذا نَسْتَكْثِر يَا رَسُول الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الله أَكثر وَأطيب
رَوَاهُ أَحْمد
رَوَاهُ أَحْمد