আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২৮৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ইখলাস পাঠে উৎসাহ প্রদান
২২৮৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, জনৈক সাহাবী এক ব্যক্তিকে বার বার সূরা ইখলাস পাঠ করতে শুনলেন। যখন ভোর হল, সাহাবী নবী করীম (ﷺ) -এর কাছে বিষয়টি বললেন এবং তিনি এটাকে অল্প মনে করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ঐ সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। এটি কুরআনের এক-তৃতীয়াংশের সমান।
(হাদীসটি মালিক, বুখারী, আবু দাউদ ও নাসাঈ বর্ণনা করেছেন।
[হাফিয বলেন)ঃ পাঠক ব্যক্তিটি ছিলেন কাতাদা ইবন নুমান, যিনি আবু সাঈদ খুদরী (রা)-এর মা-শরীক ভাই।')
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة قل هُوَ الله أحد
2286- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن رجلا سمع رجلا يقْرَأ
قل هُوَ الله أحد يُرَدِّدهَا فَلَمَّا أصبح جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَذكر ذَلِك لَهُ وَكَانَ الرجل يتقالها فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِنَّهَا لتعدل ثلث الْقُرْآن

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

قَالَ الْحَافِظ وَالرجل القارىء هُوَ قَتَادَة بن النُّعْمَان أَخُو أبي سعيد الْخُدْرِيّ من أمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২৮৬ | মুসলিম বাংলা