আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৫৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা বাকারা ও আলে ইমরান পাঠের প্রতি উৎসাহ প্রদান এবং আলে ইমরানের শেষাংশ পাঠ করে যারা চিন্তা-গবেষণা করে না, তাদের প্রসঙ্গ
২২৫৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক বস্তুর একটি চূড়া রয়েছে। আর কুরআনের চূড়া হল সূরা বাকারা। এতে এমন একটি আয়াত রয়েছে, যা কুরআনের আয়াতকূলের শিরোমণি।
(হাদীসটি তিরমিযী হাকীম ইব্ন জুবায়র... আবু সালিহ... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি গরীব।
হাকিমও এটি উপরোক্ত সূত্রেই বর্ণনা করেছেন। তবে তিনি এভাবে বলেছেনঃ সূরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যা কুরআনের আয়াতকূলের শিরোমণি। কোন ঘরে শয়তান থাকলে সেখানে এ আয়াত পাঠ করামাত্র সে অবশ্যই সেখান থেকে পালিয়ে যায়। সেটি হল আয়াতুল কুরসী। হাকীম বলেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট।)
(হাদীসটি তিরমিযী হাকীম ইব্ন জুবায়র... আবু সালিহ... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটি গরীব।
হাকিমও এটি উপরোক্ত সূত্রেই বর্ণনা করেছেন। তবে তিনি এভাবে বলেছেনঃ সূরা বাকারার এমন একটি আয়াত রয়েছে যা কুরআনের আয়াতকূলের শিরোমণি। কোন ঘরে শয়তান থাকলে সেখানে এ আয়াত পাঠ করামাত্র সে অবশ্যই সেখান থেকে পালিয়ে যায়। সেটি হল আয়াতুল কুরসী। হাকীম বলেন, হাদীসটি সহীহ সনদবিশিষ্ট।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْبَقَرَة وَآل عمرَان وَمَا جَاءَ فِيمَن قَرَأَ آخر آل عمرَان فَلم يتفكر فِيهَا
2256- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لكل شَيْء سَنَام وَإِن سَنَام الْقُرْآن سُورَة الْبَقَرَة وفيهَا آيَة هِيَ سيدة آي الْقُرْآن
رَوَاهُ التِّرْمِذِيّ عَن حَكِيم بن جُبَير عَن أبي صَالح عَن أبي هُرَيْرَة وَقَالَ حَدِيث غَرِيب
وَرَوَاهُ الْحَاكِم من هَذِه الطَّرِيق أَيْضا وَلَفظه سُورَة الْبَقَرَة فِيهَا آيَة سيدة آي الْقُرْآن لَا تقْرَأ فِي بَيت وَفِيه شَيْطَان إِلَّا خرج مِنْهُ آيَة الْكُرْسِيّ
وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ التِّرْمِذِيّ عَن حَكِيم بن جُبَير عَن أبي صَالح عَن أبي هُرَيْرَة وَقَالَ حَدِيث غَرِيب
وَرَوَاهُ الْحَاكِم من هَذِه الطَّرِيق أَيْضا وَلَفظه سُورَة الْبَقَرَة فِيهَا آيَة سيدة آي الْقُرْآن لَا تقْرَأ فِي بَيت وَفِيه شَيْطَان إِلَّا خرج مِنْهُ آيَة الْكُرْسِيّ
وَقَالَ صَحِيح الْإِسْنَاد