আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৫৪
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা বাকারা ও আলে ইমরান পাঠের প্রতি উৎসাহ প্রদান এবং আলে ইমরানের শেষাংশ পাঠ করে যারা চিন্তা-গবেষণা করে না, তাদের প্রসঙ্গ
২২৫৪. হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন জিবরাঈল (আ) নবী করীম (ﷺ) -এর নিকট বসা ছিলেন। হঠাৎ তিনি উপর থেকে একটি আওয়ায শুনতে পেলেন। তিনি তখন মাথা উঠালেন। তারপর বললেন, এটি আসমানের একটি দরজা, যা কেবল আজই খোলা হয়েছে। এর পূর্বে তা আর কোনদিন খোলা হয়নি। অতঃপর সে দরজা দিয়ে একজন ফিরিশতা অবতরণ করল। জিবরাঈল বললেন, ইনি এমন একজন ফিরিশতা, যিনি আজই কেবল পৃথিবীতে অবতরণ করল, এর আগে সে পৃথিবীতে কখনও অবতরণ করেন নি। তারপর ফিরিশতা সালাম করলেন এবং বললেন, আপনি দু'টি নূরের* সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকেই কেবল প্রদান করা হয়েছে। আপনার পূর্বে কোন নবীকে তা দেয়া হয়নি। এ দু'টি হল সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষাংশ। আপনি এ দু'টির যে কোন অক্ষর পাঠ করবেন, তাই আপনাকে দেয়া হবে।
(হাদীসটি মুসলিম, নাসাঈ ও হাকিম বর্ণনা করেছেন। এটি পূর্বেও বর্ণিত হয়েছে।)
*জ্যোতির।
(হাদীসটি মুসলিম, নাসাঈ ও হাকিম বর্ণনা করেছেন। এটি পূর্বেও বর্ণিত হয়েছে।)
*জ্যোতির।
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْبَقَرَة وَآل عمرَان وَمَا جَاءَ فِيمَن قَرَأَ آخر آل عمرَان فَلم يتفكر فِيهَا
2254- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ بَيْنَمَا جِبْرَائِيل عَلَيْهِ السَّلَام قَاعد عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم سمع نقيضا من فَوْقه فَرفع رَأسه فَقَالَ هَذَا بَاب من السَّمَاء فتح لم يفتح قطّ إِلَّا الْيَوْم فَنزل مِنْهُ ملك فَقَالَ هَذَا ملك نزل إِلَى الأَرْض لم ينزل قطّ إِلَّا الْيَوْم فَسلم وَقَالَ
أبشر بنورين أُوتِيتهُمَا لم يؤتهما نَبِي قبلك فَاتِحَة الْكتاب وخواتيم سُورَة الْبَقَرَة لن تقْرَأ بِحرف مِنْهُمَا إِلَّا أَعْطيته
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَتقدم
أبشر بنورين أُوتِيتهُمَا لم يؤتهما نَبِي قبلك فَاتِحَة الْكتاب وخواتيم سُورَة الْبَقَرَة لن تقْرَأ بِحرف مِنْهُمَا إِلَّا أَعْطيته
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَتقدم