আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ
হাদীস নং: ২২৫১
অধ্যায়ঃ কুরআন পাঠ
সূরা ফাতিহা পাঠের প্রতি উৎসাহদান এবং এর ফযীলত প্রসঙ্গ
২২৫১. হযরত ওয়াসিলা ইবনুল আস্কা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তাওরাতের স্থলে আমাকে কুরআনের শুরুভাগে সাতটি বড় সূরা, যবুরের স্থলে একশ' আয়াতবিশিষ্ট সূরাগুলো এবং ইনজীলের স্থলে তৎপরবর্তী সূরাসমূহ প্রদান করা হয়েছে। আর শেষদিকের মুফাসসাল সূরাগুলো আমাকে অতিরিক্ত দান করে মর্যাদা প্রদান করা হয়েছে।
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সনদে ইমরান কাত্তান নামক একজন সন্ধিগ্ধ রাবী রয়েছে।)
(হাদীসটি আহমদ বর্ণনা করেছেন। এর সনদে ইমরান কাত্তান নামক একজন সন্ধিগ্ধ রাবী রয়েছে।)
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْفَاتِحَة وَمَا جَاءَ فِي فَضلهَا
2251- وَعَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَعْطَيْت مَكَان التَّوْرَاة السَّبع وَأعْطيت مَكَان الزبُور المئين وَأعْطيت مَكَان الْإِنْجِيل المثاني وفضلت بالمفصل
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده عمرَان الْقطَّان
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده عمرَان الْقطَّان