আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২২২
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২২২. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি কুরআন পাঠ করে, তাকে জরাগ্রস্ত অকর্মণ্য বয়স পর্যন্ত পৌঁছানো হয় না। আর এটাই হল আল্লাহর বাণীঃ ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ - إِلَّا الَّذِينَ آمَنُوا “অতঃপর তাকে প্রত্যাবর্তিত করেছি নিম্ন থেকে নিম্নতর পর্যায়ে, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে" এর তাৎপর্য হযরত ইবন আব্বাস (রা) বলেন, অর্থাৎ যারা কুরআন পাঠ করেছে।
(হাদীসটি হাকিম বর্ণনা করেছেন এবং এর সনদ সহীহ বলে মন্তব্য করেছেন।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2222- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ من قَرَأَ الْقُرْآن لم يرد إِلَى أرذل الْعُمر وَذَلِكَ قَوْله تَعَالَى {ثمَّ رددناه أَسْفَل سافلين إِلَّا الَّذين آمنُوا} التِّين 5 6 قَالَ الَّذين قرؤوا الْقُرْآن

رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ২২২২ | মুসলিম বাংলা