আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২২১৫
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২২১৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে হযরত উসায়দ ইবন হুযায়র (রা) একরাত্রে তাঁর খেজুর-খলায় কুরআন পাঠ করছিলেন, হঠাৎ তাঁর ঘোড়াটি লাফিয়ে উঠল। তিনি আবার পড়তে শুরু করলেন, ঘোড়াটি আবার লাফ দিয়ে উঠল। আবার পড়তে শুরু করলে ঘোড়াটি পুনরায় লাফ দিয়ে উঠল। উসায়দ বলেন, আমি ভয় পেয়ে গেলাম। পাছে ঘোড়াটি (আমার ছেলে) ইয়াহইয়াকে মাড়িয়ে ফেলে। তাই আমি উঠে ঘোড়াটির কাছে গেলাম। হঠাৎ দেখি, আমার মাথার উপর একটি সামিয়ানার মত। আর এতে অনেকগুলো চেরাগের মত কি যেন রয়েছে। দেখতে দেখতে এগুলো আবার আকাশে উঠে গেল। তারপর আর আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। উসায়দ বলেন, প্রত্যুষে উঠে আমি রাসুলুল্লাহ (ﷺ) -এর কাছে গেলাম এবং বললাম, ইয়া রাসূলাল্লাহ। গত মধ্যরাতে আমি খেজুর-খলায় কুরআন পাঠ করছিলাম। হঠাৎ আমার ঘোড়াটি লাফিয়ে উঠল। রাসুলুল্লাহ (ﷺ) বললেন, হে ইবন হুযায়র। তুমি পড়তে থাকতে। ইব্‌ন হুযায়র বলেন, আমি বললাম, আমি পড়ছিলাম। তখন ঘোড়াটি আবার লাফ দিয়ে উঠল। রাসূলুল্লাহ্ (ﷺ) আবার বললেন, হে ইব্ন হুযায়র। তুমি পড়তে থাকতে। ইবন হুযায়র বললেন, আমি ফিরে গেলাম। কেননা ইয়াহইয়া ঘোড়াটির কাছেই ছিল, আমি আশঙ্কা করেছিলাম যে, এটি ইয়াহইয়াকে মাড়িয়ে ফেলবে। অতঃপর আমি একটি সামিয়ানার মত দেখলাম, যাতে অনেকগুলো চেরাগের মত রয়েছে, আবার এগুলো মুহূর্তের মধ্যে আকাশে উঠে গেল। এমনকি আমি এগুলো আর দেখতে পাচ্ছিলাম না। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, এরা ছিল ফিরিশতাদের দল, তোমার তিলাওয়াত শুনতে এরা এসেছিল। তুমি যদি তিলাওয়াত অব্যাহত রাখতে, তাহলে প্রভাত পর্যন্ত তারা থাকত আর লোকজন তাদেরকে দেখতে পেত। তারা তাদের দুষ্টির আড়ালে থাকতে পারতো না।
(হাদীসটি বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা মুসলিমের। হাকিমও এটি সংক্ষেপে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতে তিনি বলেছেনঃ (উসায়দ বলেন) আমি তাকিয়ে দেখলাম, আসমান-যমীনের মাঝে চেরাগের মত কি যেন এটা লটকানো রয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ্। আমি পাঠ অব্যাহত রাখতে পারলাম না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, এরা হল ফিরিশতাদের দল, কুরআন পাঠের বরকতে এরা অবতীর্ণ হয়েছিল। শুনে রাখ। তুমি যদি তিলাওয়াত অব্যাহত রাখতে, তবে আশ্চর্য অনেক কিছুই দেখতে পেতে। হাকিম বলেন, এটি মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ।)
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2215- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن أسيد بن حضير بَيْنَمَا هُوَ فِي لَيْلَة يقْرَأ فِي مربده إِذْ جالت فرسه فَقَرَأَ ثمَّ جالت أُخْرَى فَقَرَأَ ثمَّ جالت أُخْرَى أَيْضا
قَالَ أسيد فَخَشِيت أَن تطَأ يحيى فَقُمْت إِلَيْهَا فَإِذا مثل الظلة فَوق رَأْسِي فِيهَا أَمْثَال السرج عرجت فِي الجو حَتَّى مَا أَرَاهَا قَالَ فَغَدَوْت على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقلت يَا رَسُول الله بَيْنَمَا أَنا البارحة فِي جَوف اللَّيْل أَقرَأ فِي مربدي إِذْ جالت فرسي فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ ابْن حضير قَالَ فَقَرَأت ثمَّ جالت أَيْضا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ ابْن حضير قَالَ فَقَرَأت ثمَّ جالت أَيْضا ثمَّ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم اقْرَأ ابْن حضير قَالَ فَانْصَرَفت وَكَانَ يحيى قَرِيبا مِنْهَا خشيت أَن تطأه فَرَأَيْت مثل الظلة فِيهَا أَمْثَال السرج عرجت فِي الجو حَتَّى مَا أَرَاهَا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تِلْكَ الْمَلَائِكَة تستمع لَك وَلَو قَرَأت لأصبحت يَرَاهَا النَّاس مَا تستتر مِنْهُم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَاللَّفْظ لَهُ
وَرَوَاهُ الْحَاكِم بِنَحْوِهِ بِاخْتِصَار وَقَالَ فِيهِ فَالْتَفت فَإِذا أَمْثَال المصابيح قَالَ مدلاة بَين السَّمَاء وَالْأَرْض فَقَالَ يَا رَسُول الله مَا اسْتَطَعْت أَن أمضي فَقَالَ تِلْكَ الْمَلَائِكَة نزلت لقِرَاءَة الْقُرْآن أما إِنَّك لَو مضيت لرأيت الْعَجَائِب
وَقَالَ صَحِيح على شَرط مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান