আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৩. অধ্যায়ঃ কুরআন পাঠ

হাদীস নং: ২১৯৬
অধ্যায়ঃ কুরআন পাঠ
অধ্যায়ঃ কুরআন পাঠ
সালাত ও এর বাইরে কুরআন পাঠের প্রতি উৎসাহ দান, কুরআন শিক্ষা ও এর শিক্ষাদানের ফযীলত এবং সিজদা-ই-তিলাওয়াত আদায়ের প্রতি উৎসাহ দান প্রসঙ্গে
২১৯৬. হযরত উকবা ইব্‌ন আমির (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) একদিন আমাদের কাছে আসলেন। আমরা তখন মসজিদে নববীর চত্বরে বসা অবস্থায় ছিলাম। তিনি বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে, যে বুতহান' অথবা 'আকীকে*' গিয়ে কোন গুনাহ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করেই দু'টি উঁচু কুব্জ বিশিষ্ট উষ্ট্রী নিয়ে আসতে পসন্দ করে? আমরা বললাম, আমাদের সবাই তো তা পসন্দ করে। তিনি তখন বললেনঃ তোমাদের কেউ কেন মসজিদে গিয়ে মহান আল্লাহর কিতাবের দু'টি আয়াত শিক্ষা করে না অথবা তিলাওয়াত করে না? এ দু'টি আয়াত দু'টি উষ্ট্রীর চেয়ে উত্তম। আর তিনটি আয়াত তিনটি উষ্ট্রীর চেয়ে, আর চারটি আয়াত শিক্ষা করা চারটি উষ্ট্রী লাভ করার চাইতে উত্তম। এভাবে একটি আয়াত একটি উষ্ট্রীর সাথে গণনা করা যেতে পারে।
(হাদীসটি মুসলিম ও আবু দাউদ বর্ণনা করেছেন। আবু দাউদের ভাষ্যটি নিম্নরূপঃ আল্লাহর না-ফরমানী ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া দু'টি উজ্জ্বল বর্ণের ও উঁচু কুব্জবিশিষ্ট উষ্ট্রী লাভ করাকে পসন্দ করে? উপস্থিত লোকজন বলল, হে আল্লাহর রাসূল! আমরা সবাই। তিনি বললেন, তোমাদের কেউ যদি মসজিদে গিয়ে আল্লাহর কিতাবের দু'টি আয়াত শিখে নেয়, তবে এটি তার জন্য দু'টি উষ্ট্রী লাভের চেয়ে উত্তম হবে। আর যদি তিনটি আয়াত শিখে, তবে তিনটি উষ্ট্রীর চেয়ে উত্তম হবে। আয়াতের সংখ্যা অনুযায়ী উষ্ট্রীর হিসাব করে যেতে থাক।)

*আকীক ও বুতহান মদীনার দুটি স্থানের নাম-যেখানকার বাজার উট বিক্রির জন্য মশহুর ছিল।
كتاب قِرَاءَة الْقُرْآن
كتاب قِرَاءَة الْقُرْآن
التَّرْغِيب فِي قِرَاءَة الْقُرْآن فِي الصَّلَاة وَغَيرهَا وَفضل تعلمه وتعليمه وَالتَّرْغِيب فِي سُجُود التِّلَاوَة
2196- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن فِي الصّفة فَقَالَ أَيّكُم يحب أَن يَغْدُو كل يَوْم إِلَى بطحان أَو إِلَى العقيق فَيَأْتِي مِنْهُ بناقتين كوماوين فِي غير إِثْم وَلَا قطيعة رحم فَقُلْنَا يَا رَسُول الله كلنا نحب ذَلِك
قَالَ أَفلا يَغْدُو أحدكُم إِلَى الْمَسْجِد فيتعلم أَو فَيقْرَأ آيَتَيْنِ من كتاب الله عز وَجل خير لَهُ من ناقتين وَثَلَاث وَأَرْبع خير لَهُ من أَربع وَمن أعدادهن من الْإِبِل

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَعِنْده كوماوين زهراوين بِغَيْر إِثْم لله عز وَجل وَلَا قطيعة رحم
قَالُوا كلنا يَا رَسُول الله
قَالَ فَلِأَن يَغْدُو أحدكُم كل يَوْم إِلَى الْمَسْجِد فَيعلم آيَتَيْنِ من كتاب الله خير لَهُ من ناقتين وَإِن ثَلَاث فَثَلَاث مثل أعدادهن
tahqiqতাহকীক:তাহকীক চলমান