আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১৪২
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১৪২. হযরত মিকদাম ইব্ন মাদি কারিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর কাছে শহীদের প্রাপ্য ছয়টিঃ প্রথম রক্তের ফোঁটার সাথেই তার যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়। সে জান্নাতে আপন ঠিকানা দেখে নেয়। ঈমানের স্বাদ-মাধুর্য তাকে আস্বাদন করানো হয়। কবর আযাব থেকে মুক্তি দেয়া হয়। কিয়ামতের মহাবিভীষিকা থেকে নিরাপদে রাখা হয়। তার মাথায় গাম্ভীর্যের মুকুট পরিয়ে দেয়া হয়, যার একটি চুনি দুনিয়া ও দুনিয়ার সকল কিছু থেকে শ্রেষ্ঠ। বেহেশতের বাহাত্তরটি আয়তলোচনা হুরের সাথে তাকে বিয়ে দেয়া হয় এবং তার আপনজনদের মধ্য থেকে সত্তরজনের পক্ষে সুপারিশ করার ক্ষমতা তাকে প্রদান করা হয়।
(হাদীসটি ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি সহীহ-গরীব।)
(হাদীসটি ইবন মাজাহ ও তিরমিযী বর্ণনা করেছেন। তিরমিযী বলেন, হাদীসটি সহীহ-গরীব।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2142- وَعَن الْمِقْدَام بن معديكرب رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم للشهيد عِنْد الله سِتّ خِصَال يغْفر لَهُ فِي أول دفْعَة وَيرى مَقْعَده من الْجنَّة ويجار من عَذَاب الْقَبْر ويأمن من الْفَزع الْأَكْبَر وَيُوضَع على رَأسه تَاج الْوَقار الياقوتة مِنْهُ خير من الدُّنْيَا وَمَا فِيهَا ويزوج اثْنَتَيْنِ وَسبعين من الْحور الْعين ويشفع فِي سبعين من أَقَاربه
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث صَحِيح غَرِيب
رَوَاهُ ابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث صَحِيح غَرِيب
