আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১২০
শাহাদতের উৎসাহ দান ও শহীদের ফযীলত প্রসঙ্গে
২১২০. হযরত ইবন আবু আমীরা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: এমন কোন মুসলিম ব্যক্তি নেই সব কিছু দেয়া হলেও সে তোমাদের কাছে ফিরে আসা পসন্দ করবে। কিন্তু শহীদ এর ব্যতিক্রম। ইবুন আবূ আমীরা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আমার কাছে পল্লীবাসী ও শহরবাসী সকলেই কর্তৃত্বাধীন হওয়ার চেয়েও অধিক পসন্দনীয়।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। নাসাঈও এটি বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই।)
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন। নাসাঈও এটি বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই।)
التَّرْغِيب فِي الشَّهَادَة وَمَا جَاءَ فِي فضل الشُّهَدَاء
2120- وَعَن ابْن أبي عميرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا من نفس مسلمة يقبضهَا رَبهَا تحب أَن ترجع إِلَيْكُم وَإِن لَهَا الدُّنْيَا وَمَا فِيهَا غير الشَّهِيد قَالَ ابْن أبي عميرَة
رَضِي الله عَنهُ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن أقتل فِي سَبِيل الله أحب إِلَيّ من أَن يكون لي أهل الْوَبر والمدر
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ
رَضِي الله عَنهُ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن أقتل فِي سَبِيل الله أحب إِلَيّ من أَن يكون لي أهل الْوَبر والمدر
رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالنَّسَائِيّ وَاللَّفْظ لَهُ
