আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১২. অধ্যায়ঃ জিহাদ
হাদীস নং: ২১০০
অধ্যায়ঃ জিহাদ
নৌ-যুদ্ধে উৎসাহদান এবং দশটি স্থল-যুদ্ধের চেয়ে একটি নৌ-যুদ্ধ শ্রেষ্ঠ, এই প্রসঙ্গ
২১০০. হযরত ওয়াসিলা ইবনুল আসকা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ মায় বলেছেনঃ যে ব্যক্তির আমার সাথে কোন যুদ্ধ ছুটে গেছে, সে যেন সমুদ্র-যুদ্ধ করে।
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الْجِهَاد
التَّرْغِيب فِي الْغُزَاة فِي الْبَحْر وَأَنَّهَا أفضل من عشر غزوات فِي الْبر
2100- وَرُوِيَ عَن وَاثِلَة بن الْأَسْقَع رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من فَاتَهُ الْغَزْو معي فليغز فِي الْبَحْر
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط